উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, ভারতীয় রেলে নতুন করে নন টেকনিক্যাল ক্যাটাগরি সহ বহু পদে কর্মী নিয়োগ

Railway Recruitment Board RRB এর তরফ থেকে ভারতীয় রেলে ২০২৫ সালের রেলের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। যেখানে RRB এর তরফ থেকে এসিস্টেন্ট লোকো পাইল, নন টেকনিক্যাল ক্যাটাগরি সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি ভারতীয় রেল ২০২৫ এর জন্য প্রস্তুতি নিতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদন।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে;

১) Assistant Loco Pilot

) Technicians

) Non-Technical category

) Junior Engineer

) Level 1 Ministerial

RRB recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে মাধ্যমিক এবং গ্রাজুয়েশন সহ আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।

• বয়সসীমা: উক্ত এই পদ গুলোতে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছর হতে হবে।

 

• মাসিক বেতন: উক্ত এই পদ গুলোতে রেলের বেতন কাঠামো অনুযায়ী চাকরিতে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: RRB 2025 এর আবেদন প্রক্রিয়ায় এখনো শুরু হয়নি। এটি শুধুমাত্র একটি বার্ষিক ক্যালেন্ডার যার ভিত্তিতে ভারতীয় রেল শূন্যপদ এবং ভবিষ্যতে রেলের ভ্যাকেন্সি সম্বন্ধে বিবরণ দিয়ে থাকে। উক্ত এই পদ গুলোতে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

Download official notification 

আরও পড়ুন: বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি, এয়ারপোর্টে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment