রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৯ হাজার! যোগ্যতা ৮ম শ্রেণী পাশ

রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনোরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ’র ভিত্তিতে,গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি লেভেলের পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্যেই আজকের এই বিশেষ চাকরির খবর। নিম্নে উক্ত পদের নাম, আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স,যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ পদের নামঃ রাজ্যের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি শূন্য পদে পিয়ন (Peon) নিয়োগ করা হবে.

▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনাকে মাসিক ২৯,০৩৪ টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমাঃ বয়সের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। সুতরাং যেকোনো বয়সের প্রার্থীর উক্ত পদের জন্য আবেদন জানাতে পারেন।

শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়াও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

 

আবেদন মূল্যঃ উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কোনো প্রকার আবেদনমূল্য দিতে হবে না।

আবেদনের তারিখঃ নভেম্বর মাসের ১৩ তারিখ।

নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবেনা। প্রার্থীদের সরাসরি ‘ওয়াক-ইন- ইন্টারভিউ’ এর ভিত্তিতে বাছাই করে করা হবে।
▪ ওয়াক-ইন- ইন্টারভিউ’র তারিখ : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ।

আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) সবার প্রথমে নিচে দেওয়া ‘ Download Application Form’ বাটনে ক্লিক করে, বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন।

) দ্বিতীয় ধাপে সেটা সঠিকভাবে পূরণ করুন।

) তৃতীয় ধাপে আবেদন পত্র নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং অন্যান্য নথিপত্রের কপি যুক্ত করুন।

) সবশেষে পূরণ করা আবেদনপত্রটি ১৩ই নভেম্বর সকাল ১১ টার দিকে নিজের সঙ্গে করে সরাসরি নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউ জন্য চলে যান।

ইন্টারভিউ স্থানঃ DEE Building, Ground Floor.

• ইন্টারভিউয়ের ঠিকানা: Bidhan Chandra Krishi Viswavidyalaya Mohanpur, Nadia, West Bengal -741252

আবেদনের শেষ তারিখঃ অক্টোবর মাসের ৩০ তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে।

নিয়োগ স্থানঃ মোহনপুর,নদিয়া জেলা।

গুরুত্বপূর্ণ লিংক সমূহঃ

Application Form ডাউনলোড করুন
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment