Friday, February 7, 2025

৪১ হাজার টাকা মাসিক বেতন, HS/গ্রেজুয়েশন পাশে Paytm এ প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য বিরাট খুশির সংবাদ। সম্প্রতি Paytm এর মতো বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আবেদনকারীরা উচ্চমাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে মাসিক বেতনও খুবই ভালো পরিমাণে দেওয়া হবে। তাই আপনি যদি Paytm এ চাকরি করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদন।

 

• পদের নাম: এখানে Paytm এর পদের নামটি হচ্ছে

) Digital Marketing Intern

) Sales Team Lead – Fastag‌

• শিক্ষাগত যোগ্যতা: Digital Marketing Intern – উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা এবং Sales Team Lead – Fastag‌ পদের জন্য গ্রাজুয়েশন পাশ যোগ্যতা চাওয়া হয়েছে।

• মাসিক বেতন: 

• Digital Marketing Intern – ২০,০০০/- টাকা।

• Sales Team Lead – Fastag‌ – ৪১,০০০/- টাকা।

 

• বয়সসীমা: আবেদনকারীরা এখানে ১৮ বছরের উর্ধ্বে হলেই Paytm এর উক্ত দুটি পদের জন্য আবেদন করতে পারবেন।

জব লোকেশন: 

১) Digital Marketing Intern – Mumbai, Maharashtra / Gurugram, Haryana / Bengaluru, Karnataka

২) Sales Team Lead – Fastag‌ – Jaipur, Rajasthan

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের CV শর্টলিস্টিং এবং ইন্টারভিউ’র মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে উক্ত ফাঁকা ঘর গুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং Cover letter এর জায়গায়, নিচের লিঙ্ক থেকে cover letter ডাউনলোড করে এরপর edit করে সেটা উক্ত ঘরে পেষ্ট করে দিয়ে submit application অপশন ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

আবেদন করুন:

Digital Marketing Intern: ( Apply Now)

Sales Team Lead – Fastag‌: ( Apply Now)

Download cover letter

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo