Thursday, November 7, 2024

সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, HS/গ্রাজুয়েশন পাশে কলকাতার বিখ্যাত কল সেন্টারে কর্মী নিয়োগ! বেতন ২৫ হাজার

যে সমস্ত চাকরি-প্রার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি Concentrix নামক একটি BPO অর্থাৎ কল সেন্টার কোম্পানি কলকাতাতে তাদের দুটি পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে আবেদনকারীরা উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাশ হলেই করতে পারবেন আবেদন। তাই আপনি Concentrix কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

•পদের নাম: এখানে যে দুটি পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে,

) customer support advisor

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Representative/Operations

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাশ সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।

• অন্যান্য যোগ্যতা:

• আবেদনকারীদের ইংরেজিতে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে।

• বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে।

• কাজ সম্বন্ধিত যে কোন সমস্যা সমাধানের জন্য দক্ষতা অথবা আগ্রহী হতে হবে।

 

• মাসিক বেতন: যে সমস্ত চাকরি-প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ১৭,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা দেওয়া হবে (আনুমানিক)।

• বয়সসীমা: এখানে বয়স ১৮ হতে যে কোন ঊর্ধ্ব বয়সী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

• জব লোকেশন: Concentrix office, Kolkata

• নিয়োগ প্রক্রিয়া: উক্ত পদে চাকরি-প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর এর জন্য ডাকা হবে, এরপর ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে তাদের নিয়োগ দেয়া হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহ ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করে ফেলতে হবে। আবেদন করার পর Concentrix এর তরফ থেকে WhatsApp এ ইন্টারভিউয়ের স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে।

• আবেদন করার শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৪‌।

• আবেদন করুন: 

১) customer support advisor – (Apply Now)

২) Representative/Operations – (Apply Now)

আরও পড়ুন: ৩৬,০০০/- টাকা বেতনে SpiceJet এ কর্মী নিয়োগ

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo