সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সম্প্রতি শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায়, গ্রুপ ডি এবং গ্রুপ বি লেভেলের বেশ কিছু পদে চাকরি খালি রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে এটা একটা ভালো সুযোগ ; কম শিক্ষাগত যোগ্যতায় একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার। নিম্নে প্রতিটি পদের নাম ; পদের মাসিক বেতন; বয়সসীমা সহ বাকি বিষয়গুলো দেখে নিন।
১) পদের নামঃ অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant)
▪ বয়সসীমাঃ ২০ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন এবং কম্পিউটারে কাজ করার জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে-এরূপ প্রার্থীরা এখানে সহজেই আবেদন করতে পারেন।
▪ মাসিক বেতনঃ অফিস অ্যাটেনডেন্ট হিসেবে আপনি এখানে মাসিক ২৭ হাজার টাকা বেতন পাবেন। সেই সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা এবং সুবিধা দেওয়া হবে।
২) পদের নামঃ ওয়াচম্যান / গার্ডেনার
▪ বয়সসীমাঃ এই পদের ক্ষেত্রেও আবেদনের বয়সসীমা একই রাখা হয়েছে।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। তবে হ্যাঁ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট পদের কাজ জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে বিভিন্ন রকম ভাতা সুবিধা ছাড়াও মাসিক ১৮ হাজার টাকা বেতন পাবেন।
৩) পদের নামঃ ফ্যাকাল্টি (Faculty)
▪ বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ কলা / বিজ্ঞান / কমার্স বিভাগে স্নাতক পাস করার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকলে আপনি আবেদনযোগ্য। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন।
▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনি মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন। সেই সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের তিনটি ধাপে বাছাই করার মাধ্যমে নিয়োগ করা হবে।
১) প্রথমত তাদের GK & Computer’র উপর একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
২) দ্বিতীয় ধাপে তাদের পার্সোনাল ইন্টারভিউ এবং ;
৩) তৃতীয় ধাপে তাদের স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদনের তারিখ শেষ তারিখ: অক্টোবর মাসের ৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
▪ আবেদনমূল্যঃ এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।
▪ কিভাবে আবেদন করতে হবেঃ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনে ইচ্ছুক হলে আপনি নিম্নলিখিত ধাপগুলো ফলো করে অফলাইন আবেদন করতে পারেন।
১) সবার প্রথমে নিচে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন।
২) দ্বিতীয় ধাপে অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষের দিকে থাকা আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে নিন।
৩) তৃতীয় ধাপে আবেদন পত্রটি সঠিকভাবে সমস্ত তথ্য সহ পূরণ করুন।
৪) এরপর আবেদন পত্রটি মুখ বন্ধ একটি খামে ভরে সেটাকে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।
▪ আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ
The Regional Head
Central Bank Of India, Regional Office
Balua Tal, Motihari-845401
• জব লোকেশন – বিহার।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
আবেদনপত্র + বিজ্ঞপ্তি | ডাউনলোড করুন |