জেলার ওয়েলফেয়ার অফিস থেকে অষ্টম শ্রেণী ; মাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনে রাজ্যে গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগের বিষয়ে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখতে পারেন।
▪ পদের নাম ; জেলার ওয়েলফেয়ার অফিস থেকে এখানে যে সমস্ত পদে নিয়োগের ব্যাপারে জানানো হয়েছে তা হলো-
১) সুপারিনটেনডেন্ট
২) ম্যাট্রন ;
৩) কেয়ারটেকার ;
৪) কুক ;
৫) হেল্পার ;
৬) কর্ম বন্ধু এবং
৭) নাইটগার্ড
▪ শূন্যপদ সংখ্যাঃ এখানে যেসমস্ত পদের উল্লেখ করা হয়েছে সেই সকল পদ মিলিয়ে মোট ২৬ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
▪ বয়সসীমা : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে যাদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর ;শুধুমাত্র সেই সমস্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।
▪ মাসিক বেতন : নিম্নে পদ অনুযায়ী প্রতিটি পদের মাসে বেতন উল্লেখ করা হলো।
পদ | মাসিক বেতন |
---|---|
সুপারিনটেনডেন্ট | ১৫,০০০/- টাকা। |
কেয়ারটেকার | ৯,০০০ /- টাকা। |
ম্যাট্রন | ৯,০০০/- টাকা। |
কুক | ৭,০০০/- টাকা। |
হেল্পার | ৫,০০০/- টাকা। |
কর্মবন্ধু | ৩,০০০/- টাকা। |
নাইট গার্ড | ৬,০০০/- টাকা। |
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ; প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিম্নে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলো।
পদ | যোগ্যতা/শর্ত |
---|---|
সুপারিনটেনডেন্ট | গ্র্যাজুয়েট / স্নাতক |
কেয়ারটেকার | মাধ্যমিক পাশ / |
ম্যাট্রন | মাধ্যমিক পাশ |
কুক | ভালো রাধুনী হতে হবে। |
হেল্পার | ভালো রাধুনী হতে হবে |
কর্মবন্ধু | কাজের অভিজ্ঞতা থাকতে হবে / |
নাইট গার্ড | শারীরিক ভাবে সুস্থ হতে হবে |
▪ কিভাবে আবেদন করতে হবে : ইচ্ছুক প্রার্থীদের অফলাইন আবেদন করতে বলা হয়েছে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করতে হবে।
১) সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তির শেষের দিকে যে আবেদন পত্র রয়েছে ; সেটার প্রিন্ট আউট বের করে নিন।
২) দ্বিতীয় ধাপে আবেদন পত্রে নিজে পাসপোর্ট সাইজ ফটো সহ অন্যান্য তথ্য দিয়ে সেটা পূরণ করুন।
৩) এরপর আবেদনপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স যুক্ত করে
৪) চতুর্থ ধাপে আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরুন এবং খামের উপর অবশ্যই আপনি যে পদের জন্য উল্লেখ করছেন, সেটা লিখে দিন।
৫) সবশেষে আবেদন পত্রটি নিম্নলিখিত ঠিকানায় বা সংশ্লিষ্ট দপ্তরের অফিসের ড্রপবক্সে নিজে গিয়ে জমা দিয়ে আসুন।
▪ আবেদনপত্র জমা করার ঠিকানাঃ P.O-CUM-D.W.O, BCW&TD, Office of the District Magistrate, Murshidabad
▪ নিয়োগ প্রক্রিয়া ; নিয়োগ প্রক্রিয়ায় সুপারিনটেনডেন্ট ;কেয়ারটেকার এবং ম্যাট্রন পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং হেল্পার ;কুক; কর্মবন্ধু এবং নাইট গার্ড পদের প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ বা ভাইভা টেস্ট নেওয়া হবে।
▪ আবেদনের তারিখ সমূহ ; আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সেপ্টেম্বর মাসে ৯ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত নিজেদের আবেদনপত্র জমা করতে পারবেন।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয় ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আবেদনপত্রের | Download Now |
অফিশিয়াল নোটিশ | Download Now |