Monday, October 14, 2024

ইন্টারভিউ দিয়ে চাকরি, মাসিক ২৬,০০০/- টাকা বেতনে রাজ্য সরকারের দফতারে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

কোনোরকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ; সরাসরি ইন্টারভিউ’র মাধ্যম আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার গ্রামীন উন্নয়ন দপ্তরে ‘Training Resource Person’ নিয়োগ করা হবে। নিম্নে উক্ত পদের মাসিক বেতন,আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

▪ পদের নাম এবং মোট শূন্যপদ সংখ্যাঃ জেলায় ‘Training Resource Person’ হিসাবে একটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সঃ রাজ্যের ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

▪ মাসিক বেতনঃ ট্রেইনিং রিসোর্স পারসন হিসেবে দৈনিক ৯০০ টাকা হিসেবে আপনি সর্বোচ্চ ২৬ হাজার টাকা মাসিক বেতন পেতে পারেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্রাজুয়েট হতে হবে। সঙ্গে কম্পিউটারে MS Office, Excel’র কাজ জানার পাশাপাশি অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষার নেওয়া হবে না। এক্ষেত্রে আবেদনে যোগ্য প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ হবে।

▪ নিয়োগ স্থানঃ শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ।

▪ আবেদন প্রক্রিয়াঃ উক্ত পদে আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া বলতে বলা হয়েছে যে; নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে প্রার্থীদের নিজের ‘Updated CV’ সহ নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ’র জন্য চলে যেতে হবে।
▪ ইন্টারভিউ-হবে আগামী ৩রা অক্টোবর ২০২৪ সালে।

▪ ঠিকানাঃ District Mission Management Unit & District Rural Development Cell, Siliguri Mahakuma Parishad, Hakimpara, Siliguri.

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
আপনার জন্য
WhatsApp Logo