Friday, December 13, 2024

বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি, কলকাতা বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! অনলাইনে আবেদন করুন

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরি প্রার্থীরা অ্যাপ্রেন্টিস হিসেবে চাকরি করতে ইচ্ছুক; তাদের সকলকে অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি বিস্তারিত করে দেখুন।

▪ পদের নামঃ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখানে শিক্ষানবিস বা অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।

▪ শূন্যপদ সংখ্যাঃ বিভিন্ন ক্যাটাগরির পদ মিলিয়ে এখানে মোট ৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স : যেকোনো একটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা উল্লেখ করা হয়নি।

▪ শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনি ‘B.A, B.Sc, ITI, B.Tech, B.E, M.A’র মতো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

▪ আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এরপর-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) প্রথম ধাপে রেজিস্ট্রেশন করানো হয়ে গেলে;

) দ্বিতীয় ধাপে ‘www.powergrid.in’ ভিজিট করুন।

) এরপর প্রথমে Careers , সিলেক্ট করে দ্বিতীয় ধাপে ‘Engagement of Apprentices’ অপশনে ক্লিক করুন।

৪) সেখানে ‘Apply Online’ ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবেন।

▪ আবেদনের তারিখ সমূহ ; আগ্রহী প্রার্থীরা আগস্ট মাসের ২০ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

▪ গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ ;

Subject Link
Apply Now Click Here
Login For Apply Click Here
Official Notification  Click Here
Official Website Click Here
NAPS Registration Link Click Here
NATS Registration Link Click Here

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo