Monday, October 14, 2024

শুধুমাত্র মাধ্যমিক পাশে ১০০’এর বেশি শূন্যপদে জেলায় নতুন করে আশাকর্মী নিয়োগ! দেখে নিন আবেদন পদ্ধতি

জেলার বিভিন্ন ‘Sub Division Office’-থেকে ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ‘আশা কর্মী’ নিয়োগের (WB Asha Karmi Recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো ; সংশ্লিষ্ট জেলার আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত পড়ে নিতে পারেন।

▪ পদের নাম : আশা কর্মী (Asha Karmi)

▪ শূন্যপদ : জেলার সমস্ত ব্লক মিলিয়ে ১০০ টির বেশি শূন্যপদে চাকরি দেওয়া হবে।।

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স : উক্ত পদে আবেদন করার জন্য তপশিলী জাতি/তপশিলী উপজাতি
প্রার্থীদের বয়স হতে হবে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে। অন্যান্য শ্রেণির প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? : মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই প্রার্থীরা আশা কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতন : বিজ্ঞপ্তিতে উক্ত পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে একজন আশাকর্মীর মাসিক বেতন আনুমানিক ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা।

 

▪ আবেদন পদ্ধতি : যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য-
১) প্রথমে নিচে দেওয়া ‘Download Application Form’ অপশনে ক্লিক করুন।
২) আবেদনপত্র ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেটা সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) পূরণ করা হয়ে গেলে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ মূখবন্ধ খামে ভরে,
৫) এরপর, আবেদনকারী যে ব্লকের স্থায়ী বাসিন্দা ; সেই ব্লকের বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

 

▪ আবেদন করা শেষ তারিখ : যোগ্য প্রার্থীরা সেপ্টেম্বর মাসে ১২ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ পর্যন্ত আপনার করতে পারবেন।

▪  নিয়োগ প্রক্রিয়া ;  আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে দুটি ধাপ থাকে। প্রথমত আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষা যারা উত্তীর্ণ হয় দ্বিতীয় ধাপে তাদের ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ করা হয়।

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
ব্লক ভিত্তিক আবেদনপত্র👉 ডাউনলোড করুন
আপনার জন্য
WhatsApp Logo