জেলার ভূমি সংস্কার দপ্তরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে চাকরি খালি হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে উক্ত পদে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় যেমন-মোট শূন্য পদ, পদের মাসিক বেতন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (Data
Entry Operator)
▪ শূন্যপদ সংখ্যাঃ ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য মোট ১৬টি শূন্যপদ খালি রয়েছে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সঃ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ মাসিক বেতনঃ ডাটা এন্ট্রি অপারেট হিসেবে মাসিক ১৬,০০০ টাকা বেতন পাবেন।
• নিয়োগ স্থান: Uttar Dinajpur, Raiganj at Kornajora
▪ শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্রাজুয়েট হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর আপনার সার্টিফিকেট থাকতে হবে।
▪ আবেদনের তারিখ সমূহ: সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে অক্টোবর মাসের ২২ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ
১) প্রথমত প্রার্থীদের একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সিলেবাস আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।
২) লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের চল্লিশ নম্বরের একটি কম্পিউটার টেস্ট দিতে হবে।
৩) দুটি পরীক্ষায় পাস হওয়ার পর ১০ নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। সেখানে পাশ করলেই চাকরি পাকা।
▪ আবেদনপ্রক্রিয়াঃ উক্ত আবেদন করার প্রক্রিয়া একদিনও সহজ। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো ফলো করুন।
১) সবার প্রথমে নিচে দেওয়া আবেদন করার লিঙ্কে ক্লিক করে আবেদন করার পেজে চলে যান।
২) দ্বিতীয় ধাপে আবেদন করার পেজে সমস্ত তথ্য যোগ করে সেটা পূরণ করুন।
৩) তৃতীয় ধাপে বিভিন্ন নথিপত্র যেমন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশনের সার্টিফিকেট,নিজের ইমেজ, সিগনেচার সহ অন্যান্য নথিপত্র আপলোড করুন।
৪) সবশেষে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে এবং নথিপত্র আপলোড করা হয়ে গেলে সাবমিট করে দিন।
৫) আবেদন করা হয়ে গেলে অবশ্যই নিজের আবেদনপত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে রাখবেন।
আবেদন করুন | এখানে |
অফিশিয়াল নোটিশ | ডাউনলোড করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |