Monday, October 14, 2024

১৩ হাজার টাকা মাসে বেতন, রাজ্যের জমি রেজিস্টার অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

জেলার মহকুমা এবং ব্লকের ভূমি সংস্কার দপ্তরে বেশ কিছু শূন্য পদে ‘গ্রুপ সি লেভেলের ডেটা এন্ট্রি অপারেটর’ পদে চাকরি খালি রয়েছে। মাসিক ১৩ হাজার টাকা বেতনে যারা ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদ চাকরি করতে ইচ্ছুক,সেই সকল প্রার্থীকে আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখার অনুরোধ রইলো।

▪ পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (Data
Entry Operator)

▪ শূন্যপদ সংখ্যাঃ ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য পাঁচটি শূন্যপদ খালি রয়েছে।

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সঃ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ মাসিক বেতনঃ যারা এখানে চাকরি পাবেন তারা ডাটা এন্ট্রি অপারেট হিসেবে মাসিক ১৩,০০০ টাকা বেতন পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্রাজুয়েট হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর আপনার সার্টিফিকেট থাকতে হবে।

▪ আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর মাসের ৩ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া:  নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।
) প্রথমত প্রার্থীদের একটি কম্পিউটার টেস্ট দিতে হবে।

) সেই পরীক্ষায় পাশ করলে তাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে:

) এবং তৃতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ’র ভিত্তিতে বাছাই করে প্রার্থীদের মূল পদে নিয়োগ করা হবে।

▪ আবেদনপ্রক্রিয়া: প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ ফলো করুন।

) প্রথম ধাপে নিচে দেওয়া ‘Download Application Form’ অপশনে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষের দিক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে আবেদন পত্রটিতে সমস্ত তথ্য যোগ করে সেটা পূরণ করুন।

) তৃতীয় ধাপে আবেদন পত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।

) নথিপত্র সহ আবেদন পত্রটি পূরণ করা হয়ে গেলে সেটি একটি মুখ বন্ধ খামে ভরুন।

) সবশেষে আবেদন পত্রটি নিম্নলিখিত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসুন বা পাঠিয়ে দিন।

▪ মনে রাখবেন এখানে কিন্তু আলিপুর দুয়ার জেলার সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 
The Ofice of The District Magistrate
District Collector, Alipurduar ,
Dooars Kanya, Ground Floor, P.O- Alipurduar Court, Dist- Alipurduar , Pin – 736122

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:

• আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক: Download Now

অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
Official Notification Download Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo