Monday, October 14, 2024

১৭,০০০ টাকা মাসিক বেতন, HS পাশে Videocon D2H এ ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ

আপনি কি বাড়িতে বসে মাসিক মোটা বেতনে ওয়ার্ক ফর্ম হোম জব (Work from home Job) খুঁজছেন? তাহলে আপনার জন্য একটি দুর্দান্ত চাকরির অপরচুনিটি নিয়ে এসেছি আমরা। আর সেটা হচ্ছে ভারতের অন্যতম একটি cable TV সংস্থা Videocon D2H এর তরফ থেকে। যেখানে মাধ্যমিক/HS পাশে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ করছে তারা। চলুন জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে উক্ত পদের নামটি হচ্ছে freelancer for inbound calls

• শিক্ষাগত যোগ্যতা: উক্ত এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 12th অথবা Graduation পাশ। সেই সাথে হিন্দি এবং ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল চাওয়া হয়েছে।

•মাসিক বেতন: যারা Videocon D2H এর উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ১৭,৫০০/- টাকা দেওয়া হবে। জানিয়ে দেই এই সংখ্যা কম বেশি হতে পারে কারণ অফিসিয়াল পেজে বেতন উল্লেখ করা হয়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• চাকরি ধরন এবং কাজ: এটি সম্পূর্ণরূপে ওয়ার্ক ফ্রম হোম জব। এই জবটি করার জন্য আপনার নিজের অবশ্যই Laptop/computer থাকতে হবে। উক্ত এই পদে কাস্টমারদের ফোন কলের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়াই হবে আপনার কাজ।

 

• নিয়োগ প্রক্রিয়া: সমস্ত আবেদনকারীদের এখানে একটি shortlist তৈরি করা হবে এরপর সেই shortlist এ নাম থাকলে তাদের অনলাইন ইন্টারভিউ এবং সবশেষে চাকরিতে নিযুক্ত করা হবে।

• আবেদন করুন: Apply Now

Download official notification

আরও পড়ুন: ৩৩,০০০/- টাকা বেতনে IDFC ব্যাংকে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo