Wednesday, September 18, 2024

হয়ে গেল বড়সড় ঘোষণা,অবশেষে এই দিন থেকে শুরু ফর্ম ফিলাপ! Railway NTPC এর বড় আপডেট

আপনার কি ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন রয়েছে? অপরদিকে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি HS পাশ হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর। ভারতীয় রেল প্রায় ১১ হাজারের বেশি শূন্যপদে NTPC কর্মী নিয়োগ করতে চলছে (Indian railway NTPC recruitment 2024)। এবং এর একটি ফাইনাল নোটিস্ট বেরিয়েছে।যেখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

 

• পদের নাম – (উচ্চমাধ্যমিক পাশ): 

১). Accounts Clerk Cum Typist

২). Ticket Clerk

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

). Jr. Clerk Cum Typist

৪). Trains Clerk

 

• পদের নাম – (গ্রাজুয়েশন পাস):

১). Goods Trains Manager

২). Station Master

৩). Chief Comm. Cum Ticket Supervisor

৪). Jr. Accounts Asstt. Cum Typist

৫). Sr. Clerk Cum Typist

Railway NTPC post name

 

• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল তথ্য অনুযায়ী চাকরি-প্রার্থীরা ITI ছাড়াই উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ হলেই Railway NTPC recruitment 2024 এর জন্য আবেদন করতে পারবেন।

• শূন্যপদ: সমস্ত পদ মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা জারি করা হয়েছে ১১,৫৫৮ টি‌।

• বয়সসীমা: আগ্রহী চাকরি-প্রার্থীদের এখানে বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে ST/ST/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন রেল বোর্ড RRB এর তরফ থেকে।

 

• মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে রেলের বেতন কাঠামো level 2 এবং level 6 অনুযায়ী বেতন দেওয়া হবে।

• নিয়োগ স্থান: All over India

• নিয়োগ প্রক্রিয়া: 

১). Computer-Based Test Stage – I

২). CBT Stage – II

৩). СВАТ

৩). Skill Test

৫). DV/Medical test

 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের railway NTPC recruitment 2024 আবেদন প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরেই আবেদন করা যাবে।

• আবেদন মূল্য: ST/SC/PWD – ২৫০/- টাকা এবং OBC/general/EWS – ৫০০/- টাকা।

• আবেদন শুরু: ১৪/০৯/২০২৪ তারিখ।

আবেদন শেষ: ১৩/১০/২০২৪

Download official notification

আরও পড়ুন: বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কলকাতা বিদ্যুৎ দফতারে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo