Monday, October 14, 2024

মাসিক ২৫,০০০ টাকা বেতনের চাকরি! Infosys এ অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

ভারতের অতি পরিচিত তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসে প্রোসেস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। এবার যারা ইনফোসিস কোম্পানির এই উচ্চ বেতনের পদটিতে চাকরি করতে চান, তাদের সকলকে অনুরোধ আজকের এই নতুন চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।।

 

▪ পদের নাম: PROGEN-EXTERNAL

▪ শূন্যপদ: অফিসিয়াল নোটিশে কোনো নির্দিষ্ট শূন্য পদ উল্লেখ করা হয়নি।।

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে আপনি সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতন: অফিশিয়াল নোটিসে পদের বেতন উল্লেখ না করা হলেও ভারতে প্রসেস এক্সিকিউটিভ পদের মাসিক বেতন ২৫,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?: আপনার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রার্থীদের যদি চাকরি-প্রার্থীরা যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন।

• জব লোকেশন – বেঙ্গালুরু।

আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা নিচে দেওয়া ‘Apply Now’ বোতামে ক্লিক করে ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন।

• নিয়োগ প্রক্রিয়া: 

• online application

• resume screening

• online assignment

• technical interview

• background check

আবেদন করা শেষ তারিখ: এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। তবে যে কোন সময় অনলাইন আবেদন বন্ধ হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন ১৬,০০০/- টাকা

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo