Monday, October 14, 2024

দিতে হবে না কোন লিখিত পরীক্ষা, ভারতীয় রেলে ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ভারতের যুবক যুবতীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে ; ৫ হাজারের বেশি সংখ্যক শূন্য পদে চাকরি দেওয়ার কাজ শুরু হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরির প্রার্থীদের কাছে এটি একটি বিরাট সুযোগ ভারতীয় তথা পূর্ব রেলে চাকরি পাওয়ার। নিম্নে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলো। আগ্রহী চাকরিপ্রার্থীদের অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।

 

▪ পদ এবং শূন্যপদ সংখ্যাঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে পূর্ব রেলে ৫০৫৬ টি শূন্য পদে ; বিভিন্ন ট্রেড যেমন

) ইলেকট্রিশিয়ান,

) ফিটার,কার্পেন্টার,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) ওয়েল্ডার, মেকানিক,

) টার্নার সহ অন্যান্য ট্রেডে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে।

Indian Railway post

▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ২৪ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে SC/ST/ প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছরের ছাড় দেওয়া হয়।

▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI সার্টিফিকেট থাকতে হবে।

▪ নিয়োগ প্রক্রিয়া; নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই মেরিট লিস্টে যেসব প্রার্থীদের নাম থাকবে তাদের পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

▪ যেসব প্রার্থীরা এভাবে সুযোগ পাবেন সে সমস্ত প্রার্থীদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিং এর ভিত্তিতেই তাদের পাকাপোক্ত চাকরি নিশ্চিত হবে।

▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করুন।

) সবার প্রথমে নিচে দেওয়া ‘রেজিস্ট্রেশন করুন’ লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে রেজিস্ট্রেশন করে নিন।

) দ্বিতীয় ধাপে পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।

) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে, অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের পছন্দের পদের জন্য আবেদন করতে পারেন।

▪ আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তির ৮ নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।

▪ আবেদনের শেষ তারিখঃ সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের ২২ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

▪ আবেদন মূল্যঃ SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না কিন্তু এই ক্যাটাগরির বাইরে সমস্ত চাকরিপ্রার্থীদেরই ১০০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে।

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
রেজিস্ট্রেশন করুন ক্লিক করুন
লগইন করুন এখানে
Official Notification Download Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo