ভারতীয় ডাক বিভাগ থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ট্রেডে ‘Skilled Artisans’ নিয়োগ করা হবে। এখানে কম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হলেও প্রতিটি পদের মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ডাক বিভাগের এই নতুন চাকরি সম্পর্কেই বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে, তাই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
▪ পদ ও শূন্যপদ সংখ্যা: ভারতীয় ডাক বিভাগে মূলত
১).মোটার ভেহিকল মেকানিক,
২).মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান,
৩).কার্পেন্টার,
৪). ব্ল্যাক স্মিথ
৫). টায়ার ম্যান নিয়োগ করা হবে। সকল ট্রেড মিলিয়ে মোট ১০ জনকে এখানে নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন:কোনো একটি ট্রেডে চাকরি পাওয়ার পর আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা এবং আপনার সর্বোচ্চ মাসিক বেতন হবে ৬৩,২০০ টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি আপনি যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে শুধুমাত্র ‘অষ্টম শ্রেণী পাস’ (8th Pass Jobs) করে থাকেন এবং সংশ্লিষ্ট পদের কাজ জানা থাকে,তাহলেই আপনি আবেদন করতে পারবেন।
▪ বয়সসীম: আবেদন করার জন্য আপনার বর্তমান সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সে আবেদন করতে পারেন। সঙ্গে বয়সের ক্ষেত্রে SC/ST & OBC প্রার্থীদের ৫ বছর এবং ৩ বছরের ছাড় দেওয়া হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ট্রেড টেস্টের ভিত্তিতে বাছাই করা হবে। কোথায়, কবে ট্রেড টেস্ট হবে সেটা অবশ্যই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
▪ আবেদন পদ্ধতি: প্রার্থীদের এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে।
▪ যেভাবে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে-
১) আপনারা বিজ্ঞপ্তির শেষের দিকে একটি আবেদনপত্র পেয়ে যাবেন।
২) সেটাকে প্রথমে ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেটাকে আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) সেটা পূরণ করা হয়ে গেলে সেটাকে একটি মুখ বন্ধ খামে আপনাদের ভরে নিতে হবে।
৫) এরপর সেই খামের উপরে আপনি যে ট্রেডের জন্য আবেদন করছেন সেটাকে উল্লেখ করে অর্থাৎ ‘Application for the post of Skilled Artisan in trade____” লিখে নিয়ে,
৭) সবশেষে আপনাদের আগে যেকোনো একটি ডেটে, স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ২৫ টাকা খরচ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
▪ আবেদনপত্র পাঠানোর ঠিকানা: “The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai- 600 006.
▪ মনে রাখবেন অফিশিয়াল বিজ্ঞপ্তি তিন নম্বর পেজে যে সমস্ত নথিপত্রের কথা উল্লেখ করা হয়েছে,সে সমস্ত নথিপত্র কিন্তু অবশ্যই আপনাদের আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। না হলে আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে।
• আবেদন করার শেষ তারিখ: ৩০ আগষ্ট ২০২৪
Download official notification
• আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। শূন্যপদ ২৮৬২ টি।