Monday, October 14, 2024

২১,০০০/- টাকা মাসিক বেতন, রাজ্যে অসংখ্য শূন্য পদে দমকল কর্মী নিয়োগ! যোগ্যতা 12th পাশ

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর, সম্প্রতি CISF এর তরফ থেকে পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন রাজ্যে Fireman পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আবেদনকারীরা ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ অথবা তার সমতুল্য পাশ হলেই আবেদন করতে পারবেন। তাই আপনি যদি (CISF Fireman recruitment 2024) আবেদন করতে চান বিস্তারিত জেনে নিন আমাদের প্রতিবেদন থেকে।

 

• পদের নাম: CISF Fireman 2024

• শূন্যপদ সংখ্যা: মোট শূন্য পদ ১১৩০ টি।

পশ্চিমবঙ্গের শূন্য পদ সংখ্যা; (৪৯ টি)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসামে শূন্যপদ সংখ্যা; (১৬৪ টি)।

CISF Fireman State Based Vacancies Number

cISF Fireman State Based Vacancies Number 2

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পাশ হলেই আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: যারা CISF Fireman পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা দেওয়া হবে।

• বয়সসীমা: ১/১০/২০০১ হতে ৩০/০৯/২০০৬ এর মধ্যে বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের।

 

• নিয়োগ প্রক্রিয়া: 

•Physical Efficiency Test (PET)

•Physical Standards Test (PST)

•Document Verification

•Written Exam

•Medical Examination

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর CISF এর উক্ত ওয়েবসাইটে New registration অপশন ক্লিক Registration করে নিয়ে তারপর আবেদন করতে হবে।

 

• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: 

) 10th এবং 12th পাশের সার্টিফিকেট ও রেজাল্ট।

) আধার কার্ড এবং প্যান কার্ড।

) ভোটার আইডি কার্ড।

) পাসপোর্ট (optional) ।

. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

). ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

• রেজিস্ট্রেশন করুন( Click here)

• আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ:  ৩০/০৯/২০২৪ তারিখ হতে।

Download official notification

উল্লেখ: CISF Fireman পোস্টের ভবিষ্যতে যে কোন প্রকার updates এরজন্য CISF এর নোটিশ বোর্ড এখানে নজর রাখুন (Click here)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo