Thursday, September 19, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা, রাজ্যে নতুন একটি জেলায় আশা কর্মী পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় শুধুমাত্র মাধ্যমিক পাশ
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে,আশা কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেসমস্ত মহিলা চাকরি প্রার্থী আশা কর্মী’ হিসেবে চাকরি করতে ইচ্ছুক, তাদের সকলকে অনুরোধ আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।

▪ পদের নামঃ জেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ‘আশা কর্মী’ হিসেবে নিয়োগ করা হবে। (Krishnanagar subdivision, Nadia)

▪ শূন্যপদ সংখ্যাঃ জেলার সকল গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে মোট ২১ জন আশা কর্মী নিয়োগ করা হবে।

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: তপশিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলা প্রার্থীদের বয়স সীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। এবং অন্যান্য ক্যাটাগরির মহিলা প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

▪ শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আবেদনকারী প্রার্থীদের কিন্তু সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Asha karmi post

▪ আবেদন পদ্ধতি: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।। অফলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো ফলো করুন।

) সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নম্বর পেজ থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করুন।

) সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি বা জেরক্স যুক্ত করুন যেগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথম এবং ৩ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।

) আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে এবং তার সঙ্গে নথিপত্র যুক্ত করা হয়ে গেলে ; সব শেষে সেটিকে একটি মুখবন্ধ খামে ভরে সেটা নিজের B.D.O Office- গিয়ে জমা দিয়ে আসুন।

) আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং পাঁচ টাকার ডাক টিকিট সাঁটা একটি খাম
আবেদনপত্রের সাথে জমা করতে হবে।

▪ আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পযর্ন্ত আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ, সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:

Subject Link
Application Form PDF Download
Official Notification Download

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo