Monday, October 14, 2024

৫০,০০০/- টাকা মাসিক বেতন, গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় IT কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতা ভারতের অবস্থিত একটি বিখ্যাত কোম্পানি কর্মী নিয়োগ। যেখানে মাসিক বেতন চাকরি-প্রার্থীদের ৫০,০০০/- টাকা দেওয়া হবে। তাই আপনি যদি বর্তমানে গ্রেজুয়েশন পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে যেনে নেবো উক্ত কোম্পানিতে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

• কোম্পানির নাম: Accenture

• পদের নাম: Procure to Pay Operations New Associate

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন ৫০,০০০/- টাকা দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করা থাকতে হবে।

 

• বয়সসীমা: ২১ বছর হতে শুরু করে এর উর্দ্ধে থাকা যে কোন স্নাতক প্রার্থী এখানে আবেদন জানতে পারবেন।

• জব লোকেশন: যেহেতু এখানে স্যালারি বেশি তাই প্রার্থীদের Gurgaon, India অফিসে কর্মক্ষেত্রে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• online application

• resume scanning

• online assessment

• technical interview

• background check

• selection process

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে জানিয়ে দেই যে আবেদন লিংক কিন্তু Chrome browser এ খুলতে হবে হয়তো উক্ত লিংকটি খুলতে সমস্যা হবে।

আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

আরও পড়ুন: ১৬,০০০/- টাকা মাসিক বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo