Tuesday, October 15, 2024

মাধ্যমিক- ৮ম শ্রেণী পাস যোগ্যতা, রাজ্যের জেলা আদালতে ডাটা এন্ট্রি অপারেটর ও পিয়ন পদে কর্মী নিয়োগ!

রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ফের একবার রাজ্যের জেলা আদালতে (West Bengal district court Job Recruitment 2024) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে পিয়ন থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ করা হবে খুব কম শিক্ষাগত যোগ্যতা। তাই চলুন আর দেরি না করে, বয়স, মাসিক বেতন এবং আবেদন প্রক্রিয়া জেনে নিই।

 

• পদের নাম: এখানে জেলা আদালতের পদ গুলোর হচ্ছে;

১).‌ peon/night guard (২৭ টি।

২). Upper Division Clerk (৭টি)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩). Lower Division Clerk (৩২টি)

৪). English Stenographer (২টি)

৫). process server (৬ টি)

Post name

•শিক্ষাগত যোগ্যতা: 

peon/night guard (8th পাস)।

Upper Division Clerk – ( Graduation পাশ + 40 WPM টাইপিং স্পিড।

Lower Division Clerk – ( 10th পাশ+ 40 WPM টাইপিং স্পিড।

English Stenographer ( 10th pass+ 80 WPM টাইপিং স্পিড।

process server – (8th পাশ) ।

 

• মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে যারা পিয়ন এবং আপার ডিভিশন ক্লার্ক পদে চাকরি পাবেন তাদের ১৭,০০০/- টাকা থেকে ২৭,০০০/- বেতন দেওয়া হবে।

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীদের বয়স এখানে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

• নিয়োগ স্থান: উত্তর দিনাজপুর জেলা আদালত।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর উক্ত ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট পদের জন্য ফর্ম পূরণ দিতে হবে। এছাড়াও নিকটবর্তী যে কোন কম্পিউটার দোকানে যাবে ফরম পূরণ করা যাবে।

 

• নিয়োগ প্রক্রিয়া: 

written test;

• MCQ test;

• Computer Test and Interview;

• আবেদন মূল্য: 

Application fees

• আবেদন করার শেষ তারিখ: ২৭/০৭/২০২৪ হতে ২০/০৮/২০২৪ তারিখ।

Last date to apply

• আবেদন করুন: Apply Now

• অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন

আরও পড়ুন: SBI তে KYC verification পদে কর্মী নিয়োগ, বেতন ২৫,০০০/- টাকা।

আপনার জন্য
WhatsApp Logo