আচ্ছা আপনি কি রাজ্যের Crime Investigation Department (CID)‘র সঙ্গে চাকরি করতে চাইবেন? যদি আপনার উওর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই চাকরির সরকারি খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।
এখন কিন্তু রাজ্যের ‘CID’ বিভাগে স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তাই যারা সরকারি চাকরির খোঁজে রয়েছেন তাদের সকলকে অনুরোধ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে পড়ে দেখুন।
▪ পদের নাম এবং শূন্যপদঃ
১) মোবাইল ফরেনসিক এক্সপার্ট,
২) ডিস্ক ফরেনসিক এক্সপার্ট
৩) ক্লাউড ফরেনসিক এক্সপার্ট
৪) নেটওয়ার্ক ফরেনসিক ”
৫) ম্যালওয়্যার ফরেনসিক এক্সপার্ট এবং
৬) ক্রিপ্টো বিশ্লেষক মিলিয়ে এখানে মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: আবেদনের ক্ষেত্রে কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। তবুও বলা যায়,আবেদান করার জন্য কিন্তু প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ যে কোনো বয়সে আবেদন করা যাবে।
▪ মাসিক বেতন: অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনার মাসিক বেতন হবে ১,৫০,০০০ টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতা: BCA, MSc, IIT In Electronics, অথবা Computer Science এ ডিগ্রি ধারী প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের প্রথমে স্ক্রিনিং টেস্ট এবং দ্বিতীয় ধাপে তাদের দক্ষতা যাচাই করার মাধ্যমে নিয়োগ করা হবে এবং তাদের কাছে একটি কল লেটার আসবে।
▪ আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য ফরে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
• আবেদন করার শেষ তারিখ: আগস্ট মাসের ১০ তারিখ।
• আবেদন করুন: Apply Now
• অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন