Wednesday, September 18, 2024

রাজ্যে ৩২,০০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ! কোন কোন জেলায় নিয়োগ চলছে? জানুন আবেদন পদ্ধতি

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, ৩২ হাজারের বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আজকের এই প্রতিবেদনে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো,আগ্রহী চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখতে পারেন।

 

পদ ও শূন্যপদ সংখ্যা: রাজ্যের প্রতিটি জেলা মিলে এবার মূলত ১২,০০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ২০,৬৬৫টির বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হবে।

▪ শিক্ষাগত যোগ্যতা: অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স বলা হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ হতে হবে ৩৫ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।

▪ পরীক্ষার সিলেবা;

) বাংলা ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখন (অষ্টম শ্রেণী মানের) জনসাধারণের মধ্যে অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত সচেতনতা তৈরি বিষয়ক) ১৫ নম্বর

) পাটিগণিত (অষ্টম শ্রেণী মানের) ২০ নম্বর

) নিরাপদ রন্ধন পদ্ধতি, জন স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি- ১৫ নম্বর

) ইংরাজী (ইংরাজী ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান), সরল অনুবাদ (অষ্টম শ্রেণী মানের) ২০ নম্বর

) সাধারণ জ্ঞানের প্রশ্ন ২০ নম্বর

 

▪ আবেদন পদ্ধতি: এখানে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।

▪ অফলাইনে আবেদন করার জন্য-

) প্রথমে আপনারা নিজেদের জেলাভিত্তিক আবেদনপত্র ডাউনলোড করে নিন।

) এরপর তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।

) এরপর সেটাকে আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে।

) সেটা পূরণ করা হয়ে গেলে সেটাকে একটি মুখ বন্ধ খামে আপনাদের ভরে নিতে হবে।

) সবশেষে সেটা আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

 

১). দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে;

Official Notice & Application Form Download

২). বাঁকুড়া জেলার ক্ষেত্রে; 

Download Official Notice

Application Form Download

 

উত্তর ২৪ পরগনা জেলার ক্ষেত্রে;

Download official notification

Apply online

• কোচবিহার জেলা;

Mathabhanga 1 – download

Mathabhanga 2 – Download

Dinhata II – Download

Sitalkuchi – Download

•অনলাইনে আবেদন করুন: Apply Now 

▪ মনে রাখবেন অফিশিয়াল বিজ্ঞপ্তি তিন নম্বর পেজে যে সমস্ত নথিপত্রের কথা উল্লেখ করা হয়েছে,সে সমস্ত নথিপত্র কিন্তু অবশ্যই আপনাদের আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। না হলে আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo