Friday, December 13, 2024

অনলাইন Test দিয়ে চাকরি! ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ AI কোম্পানিতে! যোগ্যতা 12th পাশ

আপনি কি একজন চাকরি-প্রার্থী? আপনি কি বাড়িতে বসে (Work from home Job) সব খুঁজছেন? কিংবা Part time job খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি অনলাইন ভিত্তিক একটি AI কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম/ পার্ট টাইম জবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন জেনে নিই বিশদে তথ্য।

 

• কোম্পানির নাম: Telus (এটি একটি AI ভিত্তিক কোম্পানি)।

• পদের নাম: Telus এর এখানে উক্ত পদের নামটি হচ্ছে Online Task Contributor – English & Hindi (IN)‌।

• যোগ্যতা: আবেদনকারীরা এখানে ইংরেজি অথবা হিন্দি ভাষা জানলেই আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী ন্যূনতম 12th পাশ হতে শুরু করে গ্রাজুয়েশন লেভেলের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

• বেতন: যেহেতু এটি একটি Part time job তাই এখানে দৈনিক ভিত্তিতে বেতন প্রদান করা হবে। যা হচ্ছে দৈনিক 3$, এছাড়াও আপনি চাইলে সপ্তাহে বেশি বেশি কাজ করেন এর চেয়েও বেশি আয় করতে পারেন যা সর্বোচ্চ ২৫,০০০/- টাকা পর্যন্ত।

 

• কাজের বিবরণ: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে যারা চাকরি পাবেন তাদের বহু social media platformtrending টপিকের উপর কাজ করতে হবে এছাড়াও AI নিয়ে কাজ করতে হতে পারে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে Test দিয়ে নিজের আবেদন ফর্ম জমা করতে হবে‌। এরপর selection এর জন্য অপেক্ষা করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• online test

• HR round interview

• selection process

• আবেদন করুন: Apply Now

• উল্লেখ যে: online test দেওয়ার সময় বেশ কিছু প্রশ্ন-উত্তর আপনাকে Hindi তে দেওয়া হবে। যা আপনি Google translate কিংবা Google এ সার্চ করে সেগুলোর উত্তর দিতে পারবেন।

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

আরও পড়ুন: মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে ৭ হাজার কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo