সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI recruitment) শুধুমাত্র মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় একাধিক পদে চাকরি খালি রয়েছে। নিম্নে সকল পদের নাম,মাসিক বেতন, আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি উল্লেখ করা হলো।
▪ পদের নাম: সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর পদ গুলোর হচ্ছে
১). আপার ডিভিশন ক্লার্ক;
২). লোয়ার ডিভিশন ক্লার্ক,
৩). প্রোযেক্ট,
৪) ক্যামেরা ম্যান
৫). লাইটিং অ্যাসিস্ট্যান্ট ও অ্যানিমেটর নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ: এখানে মোট ৭টি শূন্যপদ খালি রয়েছে।
▪ শিক্ষাগত যোগ্যতা:
১). প্রোযেক্ট, ক্যামেরা এবং লাইটিং অ্যাসিস্ট্যান্ট আবেদন করার জন্য প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
২). অন্যদিকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ এবং আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ সহ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের বর্তমান বয়স হতে হবে ১৮ বছর ২৭ এবং ৩২ বছর। এছাড়াও সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ মাসিক বেতন: যদি আপনি আপার ডিভিশন ক্লার্ক হিসেবে চাকরি পান,তখন আপনার মাসিক বেতন হবে ২৫,০০০ থেকে ৮১,০০০ টাকা। অন্যদিকে অ্যানিমেটর বাদে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বাকি পদগুলোতে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে সর্বনিম্ন ১৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৬৩ হাজার টাকা।
▪ নিয়োগ প্রক্রিয়া: যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন প্রথমে তাদের মধ্য থেকে প্রার্থীদের বাছাই করে একটি লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকেই পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে ডাকা হবে। এবং সেই ফাইনাল ইন্টারভিউতেই চূড়ান্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি মোবাইলে এসএমএস অথবা ইমেইল মারফত তথ্য পাবেন।
▪ কিভাবে আবেদন করতে হবে: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
▪ আবেদন মূল্য:
• SC/ST/PWD/ Women – Free/-
• General/OBC ১২০০/- টাকা আবেদন মূল্য। এই আবেদন মূল্যের payment receipt copy ফর্ম পূরণ করার সময় সেখানে upload করতে হবে
▪ আবেদন করা শেষ তারিখ: ৯/০৮/২০২৪।
• আবেদন করুন: Apply Now
Download official notification
• Payment link (for general/OBC)
• আরও পড়ুন: বছরে ১২ লক্ষ টাকা বেতনে জিওতে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ।