বাড়িতে বসেই চাকরি! HS পাশে SBI তে KYC verification পদে নতুন করে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

যারা বাড়িতে বসে কাজ করে ভালোভাবে রোজগার করতে চান, তাদের জন্য এটা সর্বকালের সেরা Work From Home Job হতে চলেছে। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সকলকে নতুন করে সুযোগ দিচ্ছে তাদের সঙ্গে কাজ করে, বাড়িতে বসেই প্রতিমাসে মোটা অংকের টাকা রোজগার করার। SBI-তে কোন পদে নিয়োগ করা হবে,সেই পদের কাজ কী থাকবে এবং কী করেই বা আপনি বাড়িতে বসে কাজ করে রোজগার করতে পারবেন,সেই সকল বিষয় নিচে উল্লেখ করা হলো।।

 

▪ পদের নাম: Associate – VKYC, Support. এই পদের কাজ হবে মূলত SBI গ্রাহকদের KYC ফর্মের ডকুমেন্টস ভেরিফাই করা। যাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকবে তাদের কেওয়াইসি ফর্ম পাস করানোই হবে এই পদের মূল কাজ যেটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এবং নতুন করে এই যুগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শূন্যপদ সংখ্যা: এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ খালি রয়েছে।

বেতন: চাকরি পাওয়ার পর এখানে আপনি মাসিক ২৫,০০০/- থেকে ৪০,০০০/- টাকা বেতন পাবেন। সেইসঙ্গে যদি আপনি বাড়তি কাজ করেন,তাহলে তার জন্য এক্সট্রা টাকা পাবেন।

▪ বয়সসীমা: আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারেন।

 

শিক্ষাগত যোগ্যতা: যাদের বর্তমান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং যারা যেকোনো শাখা থেকে স্নাতক পাস করেছেন বা গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন,তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরিক্ত পদে আবেদন করার জন্য নিচের দেয়া Apply Now অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

১) shortlisting candidate

2) online HR round interview

৩). Selection process

নিয়োগ প্রক্রিয়া: প্রথমে যে সমস্ত প্রার্থীর আবেদন করবেন তাদের মধ্যে থেকে প্রার্থীদের বাছাই করে একটি লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে পরবর্তীতে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবং সেই ইন্টারভিউ এর ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

• আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: ৩০/০৮/২০২৪।

• উল্লেখ যে: আবেদন করার সময় যে অপশন গুলির সম্বন্ধে জানবেন না সেখানে N/A অথবা fresher কথাটা লিখে দেবেন এবং experience এর জায়গায় 0-1 লিখে দেবেন‌।

• আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে Infosys এ কর্মী নিয়োগ

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment