Wednesday, September 18, 2024

নিজ পোস্ট অফিসেই চাকরি! মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে ‘ডাক সেবক’ নিয়োগ! শূন্যপদ ৪০,০০০

আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং একটি সরকারি চাকরির (Government Job) আসায় বসে আছেন তাদের আপনার জন্য দারুন সুখবর। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ তরফ (India post GDS recruitment 2024) থেকে একাধিক পদে প্রায় ৪০,০০০ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আবেদনকারীরা নিজ গ্রামের নিজ পোস্ট অফিসেই চাকরি করার সুযোগ পাবেন। তাহলে আর দেরি কিসের চলুন জেনে নিই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত তথ্য

 

পদের নাম: এখানে পোষ্ট অফিসে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে:

. ডাক সেবক

. পোস্টাল এসিস্ট্যান্ট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

. মাল্টি টাস্কিং স্টাফ

. পোস্টম্যান

. বাছাই সহকারী ( Sorting Assistant)

. মেইল গার্ড।

 

• শূন্যপদ: সমস্ত পদ মিলিয়ে দেশ জুড়ে এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৪৪,২২৮।  পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা হচ্ছে ২,৫৪৩ টি এবং আসমে শূন্যপদ সংখ্যা রয়েছে ৮৯৬ টি।

Post office GDS recruitment 2024

•শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা হতে শুরু করে গ্রাজুয়েশন পাশ হলেই উল্লেখিত এ সমস্ত পদের জন্য তারা আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: যাযা যারা পোস্ট অফিসের GDS এর চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন বেসিক ১২,০০০/- টাকা থেকে শুরু করে ২৯,৩৮০/- টাকা দেওয়া হবে। এছাড়াও পদ অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন ভিন্ন রয়েছেই।

• বয়সসীমা: পোস্ট অফিসের GDS এ আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন।

Post office GDS age limit

•নিয়োগ প্রক্রিয়া: কোনরকম কোন লিখিত পরীক্ষার ছাড়াই মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করে হবে এরপর ইন্টারভিউ এবং ট্রেনিং প্রক্রিয়ার পরে তাদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে। এরপর registration option এগিয়ে প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর অনলাইন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি Submit হবে দিতে হবে।

Post office GDS 2024

• আবেদন করার শেষ তারিখ: ৫/০৮/২০২৪ তারিখ।

Post office GDS 2024

• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বয়সের ছাড় পেতে কাস্ট সার্টিফিকেট।

• আবেদন মূল্য: SC /ST /PWD /Female Candidates / Transwomen – Free এবং UR (Unreserved) 100/- টাকা।

• উল্লেখ্য: যদি কেউ post office GDS 2024 এর অনলাইন আবেদন ফরমটি পূরণ করতে না পারেন তাহলে নিকটবর্তী যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন।

• আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন পদ্ধতি: (YouTube video)

আরও পড়ুন: ২৫,০০০ টাকা মাসিক বেতনে Wripo কোম্পানিতে কর্মী নিয়োগ। যোগ্যতা 12th পাশ

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo