Wednesday, September 18, 2024

মাসিক বেতন ৩০ হাজার টাকা, PNB তে ইন্সুরেন্স এজেন্ট পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ফের একবার চাকরির খবর নিয়ে হাজির হলাম আমরা আপনাদের সামনে। এবার দেশের অন্যতম একটি জনপ্রিয় সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ( PNB) তে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

 

• পদের নাম: এখানে PNB এর উক্ত পদটির নাম হচ্ছে ইন্সুরেন্স এজেন্ট (insurance agent)

• মাসিক বেতন: যারা ইন্সুরেন্স এজেন্ট পদে পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা না হলেও আনুমানিক ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত প্রয়োজন মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/গ্রাজুয়েশন অথবা কেউ চাইলে পার্ট টাইম হিসেবে এই চাকরি করতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে এখানে বয়সের কোনো উর্ধ্বসীমা বলা হয়নি।

• নিয়োগ স্থান: যারা PNB এর ইন্সুরেন্স এজেন্ট পদে চাকরি পাবেন তাদের ভারতের যে কোন জায়গায় নিয়োগ করা হতে পারে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের যত দ্রুত সম্ভব নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর PNB তরফ থেকে ফোন করে বাকি ধাপ সম্পন্ন করা হবে।

• নিয়োগ প্রক্রিয়া: ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এখানে।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধমিক পাশে রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo