বহুদিন পর আবারও খুবই কম শিক্ষাগত যোগ্যতায়, Indo Tibatan Border Police-থেকে Constable নিয়োগ করা হবে জানানো হয়েছে। যারা কম যোগ্যতায় ভালো বেতনের চাকরি করতে চান, তাদের সকলকে অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।
▪ পদ ও শূন্যপদ সংখ্যা: Indo Tibatan Border Police-থেকে Constable হিসাবে ১৮টি পদে Tailor এবং ৩৩টি শূন্যপদে Cobbler নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন : Indo Tibatan Borde Police-এ চাকরি পেলে সর্বনিম্ন মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা এবং আপনার সর্বোচ্চ মাসিক বেতন হবে ৬৯,১০০ টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে: আবেদন করার জন্য প্রথমত আপনাকে অন্ততপক্ষে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা আপনার সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে।
▪ বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। তবে হ্যাঁ এক্ষেত্রেও SC/ST & OBC প্রার্থীদের ৫ বছর এবং ৩ বছরের ছাড় দেওয়া হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদন কারী প্রার্থীদের দুটি ধাপে বাছাই করে নিয়োগ করা হবে। প্রথমে ধাপে তাদের Physical Test হবে। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কোথায়, কবে টেস্ট নেওয়া হবে সেটা অবশ্যই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
▪ আবেদন পদ্ধতি: প্রার্থীদের এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
• আবেদন মূল্য:
• ST/SC/women – Free/-
• General/OBC – 100/- টাকা।
• যারা নিজে আবেদন করতে না পারলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারেন।
• আবেদন করুন: Apply Now
• আবেদন পদ্ধতি দেখুন: ( YouTube video)
Download official notification
• আবেদন করার শেষ তারিখ: ১৮ আগষ্ট ২০২৪
• আরও পড়ুন: SSC এর মাধ্যমে টেকনোগ্রাফার নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।