মাধ্যমিক- HS পাশ যোগ্যতা, ইন্ডিগো এয়ারলাইন্সে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ! ছেলে-মেয়ে উভয়েই আবেদন

মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশে Indigo airlines এর তরফ থেকে  Officer-AOCS পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই নিয়োগ কলকাতা, অসম সহ ভারতের বিভিন্ন বড়বড় শহরের এয়ারপোর্ট গুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে Indigo airlines এর তরফ থেকে। তাই আপনি যদি Indigo airlines নিজের সফল কেরিয়ার গড়তে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

• পদের নাম: এখানে Indigo airlines এর উক্ত পদের নামটি হচ্ছে Officer-AOCS

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শূন্যপদ: এখানে নির্দিষ্ট করে শূন্য পদ উল্লেখ করা হয়নি।

কাজের বিষয়বস্তু: 

লাগেজ স্ক্রীনিং ও ব্যাগ চেকিং করা।

টিকিট সেল করা।

ফোনের মাধ্যমে কাস্টমারদের সমস্যার সমাধান করা।

কাউন্টার সংরক্ষণ করা সহ ইত্যাদি।

• যোগ্যতা: আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10th/12th/ অথবা Graduation পাশ হলেই আবেদন করা যাবে।

• মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মাসিক বেতন উল্লেখ না থাকলেও আনুমানিক চাকরি-প্রার্থীদের এখানে মাসিক ৩৫,০০০/- থেকে ৪৫,০০০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

• নিয়োগ স্থান: দেশের বিভিন্ন বড়বড় শহর থেকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই যারা কলকাতা (Kolkata) থেকে আবেদন করবেন তাদের কলকাতা এয়ারপোর্টে পোস্টিং হবে আবার যারা অসম থেকে আবেদন করবেন তাদের কাজের স্থান হবে অসম (Assam) এয়ারপোর্ট।

• কারা আবেদন করতে পারবে?: নারী পুরুষ উভয়েই।

• নিয়োগ প্রক্রিয়া: 

). Shortlisting candidate

২). HR round interview

৩). Documents verification

৪). Selection process

• আবেদন পদ্ধতি: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইটে নিজেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর সেখান নিজের profile সম্পুর্ন করে Apply Now অপশনে ক্লিক করে আবেদন করে দিতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড ( ফটোকপি) , ভোটার আইডি কার্ড (ফটোকপি), শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (ফটোকপি) , ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের একটি CV।

• আবেদন মূল্য: All category free/-

• আবেদন করুন: Apply Now

• আরও পড়ুন: ৪০,০০০/- টাকা বেতনে Akash Air এ কর্মী নিয়োগ। যোগ্যতা HS পাশ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment