Tuesday, December 10, 2024

মাধ্যমিক পাশ হলেই চাকরি, বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ভারতীয় রেলে কর্মী নিয়োগ! শূন্যপদ ২,৪২৪ টি

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ভারতীয় রেলে চাকরি সুযোগ। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তথা RRB এর তরফ থেকে Trade Apprentice পদে ২,৪২৪ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে ট্রেনিং চলাকালীন মাসিক বেতনও পাবেন চাকরি-প্রার্থীরা। চলুন জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে উক্ত পদের নামটি হচ্ছে Apprentice (ট্রেড শিক্ষানবিস)।

ট্রেডের নাম: 

১). Fitter

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২). Welder

৩). Carpenter

৪). Painter

৫). Tailor

৬). Electrician, Mechanist সহ বিভিন্ন।

Railway Apprentice

• শূন্যপদ সংখ্যা: উক্ত এই পদে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২,৪২৪ টি। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: ট্রেনিং চলাকালীন চাকরিপ্রার্থীদের এখানে স্টাইপেন্ড বাবদ প্রতি মাসে ৭,০০০/- টাকা দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে Trade Apprentice পদের জন্য চাকরিপ্রার্থীদের মাধ্যমিকের নিম্নতম ৫০% শতাংশ নাম্বার থাকতে হবে সেই সঙ্গে উক্ত ট্রেডের ITI করা থাকতে হবে।

 

• বয়সসীমা: ১৫/৭/২০২৪ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে আবেদনকারীদের।

• কি এই ট্রেড শিক্ষানবিস?: ট্রেড শিক্ষানবিস হলো রেলের ১ বছরের একটি ট্রেনিং প্রোগ্রাম। যার মাধ্যমে ট্রেনিং শেষে ভারতীয় রেল তাদের আলাদা আলাদা বিভাগে কর্মী নিয়োগের সুযোগ করে দেয়।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে ফর্ম ভরে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই একবার পড়ে নেবেন।

• আবেদন করার শেষ তারিখ: ১৫ আগষ্ট, ২০২৪

আবেদন মূল্য: ১০০/- টাকা (for All candidate)

Railway Trade Apprentice free

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, শূন্যপদ ৩০,০০০।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo