Wednesday, September 18, 2024

মাসিক ৪১,০০০/- টাকা বেতন, ভারতীয় এয়ারটেলে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। যারা Airtel এর মতো বড় একটি টেলিকম সংস্থাতে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। সম্প্রতি ভারতীয় Airtel এর তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই এই বিষয়ে বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: এখানে Airtel এর উক্ত পদের নামটি হচ্ছে Executive Trainee Mass Retail

• মাসিক বেতন: যারা Airtel এর উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন এখানে ৩৫,০০০/- টাকা থেকে ৪১,০০০/- টাকা দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীদের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করা থাকলেই তারা আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• বয়সসীমা: ২১ বছরের উর্ধ্বে থাকা যে কোন পুরুষ অথবা নারী এখানে আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে।

আবেদন পদ্ধতি:

).নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।

২). এরপর Airtel এর অফিসিয়াল পেজে গিয়ে সেখানে একবার Apply অপশনে ক্লিক করতে হবে।

). তারপর নিজের একটি একাউন্ট তৈরি করতে হবে Airtel এর career পেজে।

). এরপর নিজেকে CV সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে Submit করে দিতে হবে।

). সবশেষে আবেদনকারীরা shortlisted হলে তাদের কাছে HR department থেকে ইন্টারভিউ এর জন্য কল/ইমেইল আসবে।

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)।

• আবেদন করুন (পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে): 

1. Apply Now (1)

2. Apply Now (2)

3. Apply Now (1)

4. Apply Now (2) 

আরও পড়ুন: ৬৬,০০০/- টাকা বেতনে ICICI Bank এ কর্মী নিয়োগ চলছে।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo