Wednesday, September 18, 2024

বিনামূল্যে ল্যাপটপ+ ওয়াইফাই, Amazon এ ওয়ার্ক ফর্ম হোম জবে নতুন করে কর্মী নিয়োগ! যোগ্যতা 12th পাশ

বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানি ‘অ্যামাজন’ ফ্রেসার্সদের নতুন করে সুযোগ দিচ্ছে,তাদের ‘Work From Home Job‘ করার। এবার অ্যামাজনের সাথে কিভাবে ওয়ার্ক ফ্রম হোম জব করবেন, সেটাই নিম্নে উল্লেখ করা হলো।। দেখে নিন পদে নাম, যোগ্যতা, বেতন এবং আবেদন পদ্ধতি

 

▪ পদের নাম: virtual customer service associate

▪ কাজ: এই পদের কাজ হবে কাস্টমার প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ডেলিভারি সংক্রান্ত প্রশ্নের উওর দেওয়া, তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করা ইত্যাদি।

▪ শূন্যপদ সংখ্যা: এখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বেতন: যখন আপনি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে চাকরি পান তখন আপনার মাসিক বেতন হবে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।

 

▪ বয়সসীমা: আবেদনে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করা যাবে।

▪ শিক্ষাগত যোগ্যতা: কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য আপনাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস হতে হবে।।

▪ সুবিধা: customer service associate পদে কাজ করার জন্য অ্যামাজনের তরফ থেকে বিনামূল্য Free laptop এবং WiFi প্রদান করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি: অ্যামাজনের উল্লেখ্য পদে  আবেদন করার জন্য-

). প্রথমত –  প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

). দ্বিতীয়ত – অফিশিয়াল ওয়েবসাইট থেকে, আবেদনের পেজে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনে ফরম পূরণ করতে হবে ।

৩). চতুর্থ – আপনি shortlisted হলে অ্যামাজনের তরফ থেকে একটি  email পাবেন। যেখানে ইন্টারভিউ এর ব্যাপারে বলা হবে।

এছাড়াও আপনার ফোন থেকে আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার বাড়ির নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারেন।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: মাধ্যমিক পাশ পাসে রাজ্যের জেলা আদালতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ১৮/০৮/২০২৪

আপনার জন্য
WhatsApp Logo