পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো সুখবর রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী এবার নিজেই জানিয়েছেন, এবার শুধুমাত্র পুলিশ নয়,
রাজ্যে পুলিশের পাশাপাশি- নার্স,ডাক্তার,শিক্ষক সহ অন্যান্য ক্যাটাগরির কয়েক লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। রাজ্যে লক্ষাধিক পদে কর্মী নিয়োগ সংক্রান্ত মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কেই বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। রাজ্যে দীর্ঘদিন ধরে সেরকম ভাবেও কোনো নিয়োগ হয়নি। এবার রাজ্যে নিয়োগ না হওয়ার বিষয়টা সাধারণ মানুষের পাশাপাশি রাজ্য সরকারের মাথাতেও রয়েছে। তাই গত নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়টা আলোচনায় তুলেছেন এবং তিনি নিজেই রাজ্যের লক্ষাদিক পদে কর্মী নিয়োগের বিষয়টা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে এবার,
রাজ্যের আইনি ব্যবস্থা ঠিক রাখার জন্য ২০ হাজার পদে পুলিশ এবং স্বাস্থ্য পরিসেবার উন্নতির জন্য ২ হাজার পদে ডাক্তার এবং ৭ হাজার নার্স নিয়োগ করার কথা বলেছেন। এছাড়াও, তিনি রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে পুনরায় সচল করে তুলতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় ব্যাপক পরিমাণে শিক্ষক নিয়োগ করতে চলেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছর রাজ্যের উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৪,৫০০ জন শিক্ষক এবং প্রাথমিক স্কুলগুলিতে ১১ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হতে চলেছে। এর পাশাপাশি রাজ্যের প্রায় ১২,০০০ পদে গ্রুপ ডি লেভেলের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়ে বিভিন্ন পদ এবং ক্যাটাগরি মিলিয়ে রাজ্যে প্রায় লক্ষাদিক পদে সরকার নিয়োগ করতে চলেছে।।
আরও পড়ুন: দেশ জুড়ে LIC তে কর্মী নিয়োগ, বেতন ৩২,০০০/- টাকা