মাসিক ২৫,০০০/- টাকা বেতন, HS পাশে ভারতীয় বায়ু সেনায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

যদি আপনি ভারতীয় বায়ু সেনা বা ইন্ডিয়ান এয়ার ফোর্সের অধীনে গ্রুপ সি লেভেলের পদে চাকরি করতে চান, তাহলে এই সরকারি চাকরির খবরটি শুধুমাত্র আপনার জন্য। সম্প্রতি ভারতীয় বায়ু সেনা থেকে খুবই কম শিক্ষাগত যোগ্যতায়, গ্রুপ সি লেভেলের তিনটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার এই সংক্রান্ত বিবরণ এবং আবেদন পদ্ধতি জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

 

▪ পদের নাম: ইন্ডিয়ান এয়ার ফোর্সে গ্রুপ সি লেভেল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১).লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)

২). হিন্দি টাইপিস্ট অথবা ইংরেজি টাইপিস্ট (যে কোন একটা)

৩). ড্রাইভার পদ

 

▪ শূন্যপদ সংখ্যা: সমস্ত ডিভিশন এবং তিনটি ক্যাটাগরির পদের জন্য মোট ১৮২ টি শূন্য পদে চাকরি দেওয়া হবে।

▪ বেতন: বিজ্ঞপ্তিতে কোনো পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তাই আনুমানিক তথ্য অনুযায়ী এখানে মাসিক বেতন হতে পারে ১৮ থেকে ২৫ হাজার টাকা।

 

▪ বয়সসীমা: সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বর্তমান বয়স হতে হবে ২৫ বছর। এছাড়াও সীমা OBC/ST/SC এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড প্রার্থীদের বয়সের ক্ষেত্রে যথাক্রমে ৩ বছর, ৫ বছর এবং ১০ বছরের ছাড় দেওয়া হবে।

▪ শিক্ষাগত যোগ্যতা:

লোয়ার ডিভিশন ক্লার্ক – মাধ্যমিক পাশ।

হিন্দি টাইপিস্ট/ ইংরেজি টাইপিস্ট – উচ্চ মাধ্যমিক পাস সাথে 30 WPM টাইপিং স্পিড।

ড্রাইভার পদ – অন্ততপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে ; এবং সেই সঙ্গে আপনার একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

 

আবেদন পদ্ধতি:

১). প্রথমত: প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি শেষের দিকে যে আবেদনপত্র দেওয়া হয়েছে, সেটা ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।

২). দ্বিতীয়ত:  ধাপে সেটাকে সঠিকভাবে পূরণ করুন।

৩). তৃতীয়ত: সেটাকে মুখ বন্ধ খামে ভরে,, খামের উপর আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম সহ সেটাকে অর্থাৎ ‘”APPLICATION FOR

THE POST OF —–

AND CATEGORY–” (পদের নাম এক ক্যাটেগরি) উল্লেখ করে, ১০ টাকার পোস্টাল স্টাম্প সহ; আপনি যে পদের জন্য যে ডিভিশনে আবেদন করতে চান, অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সেই ডিভিশনের ঠিকানা নিয়ে সেই ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে।।

 

▪ আবেদনের তারিখ: ৩/০৮/২০২৪ তারিখ থেকে আপনারা ১/০৯/২০২৪ তারিখ পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।।

• আবেদ মূল্য – All category (Free application fees)

▪ নিয়োগ প্রক্রিয়া:  এখানে ড্রাইভার পদের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। তবে হিন্দি টাইপিস্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য জেনারেল ইন্টেলিজেন্স, ইংরেজি, জেনারেল অ্যাওয়ারনেস এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউট’র উপর ভিত্তি করে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।

Download Official Notification Application Form

আরও পড়ুন: Paytm ওয়ার্ক ফর্ম হোম জবে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment