Tuesday, October 15, 2024

মাধ্যমিক- HS পাশ যোগ্যতা! ভারতীয় আয়কর বিভাগে অজস্র শূন্যপদে কর্মী নিয়োগ! বেতন ২৫,০০০ টাকা

খুবই কম শিক্ষাগত যোগ্যতায় ( শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস যোগ্যতায়) ‘Central Board of Indirect Taxes and Custom’এ একাধিক পদে চাকরি খালি রয়েছে। যারা কেন্দ্র সরকারের কোনো দপ্তরে ভালো বেতনের সরকারি চাকরি করতে চান,তাদের জন্য আজকের এই চাকরির খবর। CBIC’তে কোন কোন পদে নিয়োগ করা হবে,সেখানে কোন পদের মাসিক বেতন কেমন এবং কিভাবে আবেদন করা যাবে এই সকল বিষয়ই জানতে পারবেন আজকেই প্রতিবেদনে।

পদের নাম: ৩ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

১). ট্যাক্সঅ্যাসিস্ট্যান্ট (৮ টি)

২). স্টেনোগ্রাফার ( ১টি)

৩).হাবালদার ( ৭টি)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ সংখ্যা: মোট ১৬ টি শূন্যপদ খালি রয়েছে।

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স : বয়স  ১৮ থেকে সর্বোচ্চ বয়স ২৭ হতে হবে। তবে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও কিন্তু SC/ST/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড়া দেওয়া হবে।

মাসিক বেতন :

• ট্যাক্সঅ্যাসিস্ট্যান্ট – ২৫,০০০/ টাকা‌

স্টেনোগ্রাফার – ২৫,৫০০/- টাকা‌

হাবলদার – ১৮,০০০/- টাকা‌।

 

শিক্ষাগত যোগ্যতা:

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – graduation পাশ শিক্ষাগত যোগ্যতা এবং সঙ্গে ভালো টাইপিং স্পিড।

• স্টেনোগ্রাফার –  HS পাশ এবং সেই সঙ্গে ভালো টাইপিং স্পিড।

হাবালদার –  10th পাস এবং সেই সঙ্গে কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে। হাবালদার পদের শারীরিক যোগ্যতার বিষয়টা আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজ থেকে দেখে নিতে পারেন।

তবে হ্যাঁ মনে রাখবেন যে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিন্তু আপনাকে কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে।

আবেদন করতে কী কী নথিপত্র প্রয়োজন?
১) আধার কার্ড ;
২) ভোটার কার্ড ;
৩) বার্থ সার্টিফিকেট
৪) রঙিন পাসপোর্ট সাইজ ফটো
৫) আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৬) খেলাধুলার সঙ্গে জড়িত সমস্ত সার্টিফিকেট এবং অন্যান্য কিছু নথিপত্র।

আবেদন পদ্ধতি : যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরমটি একটি মুখবন্ধ খামে আপনাদের ভরতে হবে। এরপর সেই খামের উপর “Application for the Post of Tax Assistant/ Stenographer-Gr-II/ Havaldar under Sports Quota Recruitment” ‘ উল্লেখ করে লিখে আপনাদের, নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখের আগে পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯/০৮/২০২৪

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : The Sports Officer, Office of the Commissioner of Central Tax, Bengaluru North Commissionerate, No.59. Ground Floor, HMT Bhavan, Ganganagar, Bengaluru – 560032.

• অফিসিয়াল বিজ্ঞপ্তি:  ডাউনলোড করুন

আবেদন ফর্ম ডাউনলোড করুন।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo