পশ্চিমবঙ্গের চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank recruitment 2024) তাদের রাজ্যে জুড়ে বিভিন্ন ব্রাঞ্চে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রাজ্যের চাকরি-প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক/12th পাশ অথবা গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবেন। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন বন্ধন ব্যাংকে চাকরি করবার জন্য তাহলে শেষ শব্দটি পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে বন্ধন ব্যাংকের উক্ত পদ গুলোর হচ্ছে:
১. Banking Operations & Customer Services
২. Marketing
৩. Branch Banking
৪. Digital Banking
৫. Human Resoucres
৬. Retail Assets
৭. Micro Banking
৮. Finance & Accounts
৯. Administration
১০. SME & MSME Banking সহ আরও বিভিন্ন।
• শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরি-প্রার্থীরা উল্লেখ্য পদ গুলোর মধ্যে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন অথবা আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
• মাসিক বেতন: অফিসিয়াল ওয়েবসাইটে বেতন উল্লেখ্য না থাকলেও আনুমানিক বেতন ১৭,৫০০/- টাকা থেকে উচ্চ পদ অনুযায়ী ৫৬,৭০০/- টাকা বেতন প্রদান করা হবে।
• বয়সসীমা: চাকরি-প্রার্থীদের বয়স এখানে ন্যূনতম ১৮ বছর হতে হবে তবে বয়সের কোন উর্ধ্বসীমা নেই।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যারা বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে চান তারা নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে পদ এবং জব লোকেশন বেছে নিয়ে এরপর নিজের CV ও প্রয়োজনীয় ফর্মটি পূরণ করে Submit করে দিতে হবে। এছাড়াও আবেদন পদ্ধতি সহজ করতে নিচে দেওয়া ছবিটি দেখতে পারেন।
উল্লেখ্য: যারা BBA, MBA, MA পাশ আছেন তাঁরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা বেছে নিয়ে আবেদন করবেন। এবং বাকিদের other অপশন বেছে নিতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের আবেদন ফরম গ্রহণযোগ্য মনে হলে বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি Shortlist তৈরি করা হয়। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগ করা হয়।
• আবেদন করার শেষ তারিখ: ASAP
• আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: মাধ্যমিক পাশে Bisleri কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ।