মাসিক বেতন ৩০,০০০ টাকা! আধার সেন্টারে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! কি কি যোগ্যতা লাগবে জেনে নিন

আধার কার্ড আফিস UIDAI (Unique Identification Authority of India) এর তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে চাকরি পেলে শুরুতেই মাসিক বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা। তাই আপনি UIDAI তথা আধার অফিসে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি থেকে জেনে নিন বিস্তারিত তথ্য।

 

পদের নাম: আধার অফিসের ৩ টি পদ যথাক্রমে Technical Post, Non Technical Post, Professional Post পদে নিয়োগ করা হবে কর্মী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: এই ৩ পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: Technical Post এর জন্য ( B.Tech / M.Tech, PhD), Non Technical Post (Degree in Law or Economy) এবং, Professional Post (MBA ডিগ্রী চাওয়া হয়েছে)।‌

 

মাসিক বেতন: এখানে উল্লেখ্য ৩ পদের মাসিক বেতন ভিন্ন ভিন্ন হলেও ৩০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০০০০ টাকার উপরে হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া: যারা আধার অফিসের এই ৩ পদের জন্য আবেদন করবেন তাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান: এই নিয়োগটিতে বাড়িতে বসেও কাজ করতে হতে পারে আবার প্রার্থীদের UIDAI এর হেড অফিসে গিয়েও কাজ করতে হতে পারে। এটা নির্ভর করছে নির্দিষ্ট পদের উপর।

আবেদন পদ্ধতি: যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উল্লেখ পদ গুলোর জন্য আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: মতো তাড়াতাড়ি সম্ভব।

অফিসিয়াল ওয়েবসাইট: Apply Now

আরও পড়ুন: ৫৬,০০০ টাকা বেতনে NIA তে নিয়োগ বিজ্ঞপ্তি 

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment