ইন্টারভিউ দিয়েই চাকরি! মাসিক 24,000 টাকা বেতনে TATA ইন্সুরেন্স কোম্পানিতে কর্মী নিয়োগ, যোগ্যতা HS পাশ

কলকাতায় কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, Tata AIA Life Insurance- তথা টাটা ফাইন্যান্স কোম্পানিতে কর্মখালি রয়েছে।। যাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং বর্তমানে কোন চাকরির খোঁজে রয়েছেন, তাদের সকলকে অনুরোধ এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।

 

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম হচ্ছে Back Office Sales Executive. এই বর্তমানে ২৫টি পদ খালি রয়েছে। এই পদের দায়িত্ব অনেকটা ডেটা এন্ট্রি অপারেটরের মতো। এই পদের মূল কাজ হবে বিভিন্ন ডেটা কম্পিউটারে সংরক্ষণ এবং তা ম্যানেজ করা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতন: অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী- Back Office Sales Executive পদের মাসিক বেতন সর্বনিম্ন ২৪ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা।

▪ যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাস। তবে উচ্চ মাধ্যমিক পাশ এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা ছাড়াও তাকে অবশ্যই কম্পিউটারে কাজ করা জানতে হবে।

 

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ বয়স সীমা উল্লেখ করা হয়নি। ইচ্ছুক প্রার্থীরা যেকোনো বয়সে আবেদন করতে পারেন।

▪ নিয়োগ প্রক্রিয়া: ব্যক্তিগত সাক্ষাৎকার অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

▪ আবেদন প্রক্রিয়া: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য নিম্নে উল্লেখিত লিঙ্ক ভিজিট করে প্রথমেই নিজের মোবাইল নম্বর এবং নম্বরে আসা ওটিপি দিয়ে লগিন করে নিতে হবে। এরপর সোজাসুজি HR এর তরফ থেকে আপনার কাছে কল অথবাফোন আসবে।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: ভারতীয় বায়ু সেনা কর্মী, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment