Tuesday, December 3, 2024

হাতে আর মাত্র কিছুদিন, এর পরেই বাতিল হয়ে যাবে এই সমস্ত মানুষের আধার আধার? আগেই হন সতর্ক

বিগত এপ্রিল মাসেই আধার কার্ড (Aadhaar Card) নিয়ে সাধারণের ঘুম উড়ে গিয়েছিল। বেশিরভাগ মানুষ এই ভয়ে দিন কাটাচ্ছিল যে তাদের আধার কার্ড হয়তো বন্ধ হয়ে যাবে। তখন কারোর আধার কার্ড বন্ধ না হলেও নতুন করে যে বিষয়টা সামনে এসেছে, তাতে হয়তো সত্যি বন্ধ হতে চলেছে অসংখ্য মানুষের কার্ড। আধার কার্ড সংক্রান্ত এই অতি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।

আধার কার্ড নিয়ে নতুন করে একটি বিষয় সকলের সামনে এসেছে। অনেক জায়গাতেই শোনা যাচ্ছে যে আগামী ১৪ই জুনের মধ্যে যদি আধার কার্ড সংক্রান্ত নিম্নলিখিত কাজটি না করা হয় তাহলে নাকি সত্যি? ইউনিট আইডিন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI ) থেকে বাতিল করা হবে প্রচুর সংখ্যক আধার কার্ড।

এবার প্রশ্ন হচ্ছে বিষয়টা কতটা সত্যি আর কতটা মিথ্যা। দেখুন বিষয়টার মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। তবে বিষয়টা যতটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে ততটা কিন্তু ভয়ের কিছু নেই। আসলে যেই সমস্ত আধার কার্ড বিগত ১০ বছর ধরে কোনো রকম আপডেট করানো হয়নি, সেই সমস্ত আধার কার্ডকে UIDAI’র তরফে ১৪ই জুনের মধ্যে আপডেট করিয়ে নিতে বলা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি তা না করা হয় তাহলে আধার কার্ডের সঙ্গে জড়িতে বিভিন্ন সুবিধা পেতে তাদেরকেই সমস্যায় পড়তে হবে। যদি আপনি আধার কার্ড সংক্রান্ত কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হতে চান, তাহলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আগামী ১৪ই জুনের মধ্যে আপনার নিকটবর্তী যে কোনো আধার কেন্দ্র থেকে নিজের এবং নিজের পরিবারের বাকি সদস্যদের আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo