Saturday, July 27, 2024

মাসিক বেতন ১৯,৯০০ টাকা! মাধ্যমিক পাশে ডাক বিভাগে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশেই ডাক বিভাগে কর্মী নিয়োগ (india Post recruitment 2024)। যেখানে ঢুকতেই মাসিক বেতন শুরু ১৯,৯০০ টাকা থেকে। তাই যারা দীর্ঘকালীন যাবত একটি ভালো সরকারি চাকরির সন্ধানে ছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাই আপনি যদি ডাক বিভাগের উল্লেখিত পদে আবেদন করতে চান শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

 

পদের নাম: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ডাক বিভাগের এখানে পদের নাম হচ্ছে Staff Car Driver।

শূন্যপদ: এখানে সর্বমোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৯ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা: চাকরি-প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেই Staff Car Driver পদের জন্য আবেদন করতে পারবেন।

 

মাসিক বেতন: Staff Car Driver পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ৬৩,২০০ টাকা দেওয়া হবে।

বয়সসীমা: আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ২৭ বছর। এছাড়াও ST/SC/SC/PWD প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

নিয়োগ স্থান: রাজ্যে বিহার থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে সমস্ত ভারতীয়রাই এখানে আবেদন করতে পারবেন। যারা চাকরি পাবেন তাদের বিহার পোস্ট অফিসের আলাদা আলাদা ডিভিশনে নিয়োগ দেওয়া হবে।

Bihar post office division circle list

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের 45 দিনের মাথায় বিহার পোস্ট অফিসের ঠিকানায় speed post এর মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে একটি সাদা A4 কাগজে নিজের নাম, ঠিকানা, বয়সসীমা, যোগ্যতা ইত্যাদি সবকিছু লিখে নিচে দেওয়া অফিসিয়াল ঠিকানায় সময়ের আগে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Assistant Director (Rectt.) O/o the Chief Postmaster General Bihar Circle, Patna-800001।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ভারতীয় রেলে ১১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo