রাজ্যে কর্মসংস্থানের বিরাট সুযোগ, WBPSC-র মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের! জারি বিজ্ঞপ্তি

লোকসভা ভোট ২০২৪ এর মুখে রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য বড়সড় সুখবর নিয়ে হাজির হলো পশ্চিমবঙ্গ সরকার (WB Government) যানা গিয়েছে যে রাজ্যে WBPSC এর মাধ্যমে প্রচুর ছেলে-মেয়েকে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই নিয়োগ সংক্রান্ত ছোট্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তবে পুরো বিজ্ঞপ্তি (Notification) খুব শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে WBPSC এর তরফ থেকে। তাই আপনি যদি এই সমন্ধিত যাবতীয় তথ্য জানতে চান তাহলে বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন।

তথ্য অনুসারে , রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) এর তরফ থেকে ২২/০৫/২০২৪ এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যা চলেছে আগামী ১৩/০৫/২০২৪ তারিখ পর্যন্ত। WBPSC এর তথ্য বলছে , এখানে মোট শূন্যপদ সংখ্যা থাকবে ৮১ টি। যারা যারা এখানে আবেদন করতে চান তাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মোট ৮১ টি শূন্যপদে এই কর্মী নিয়োগ করবে। সেই পদ গুলোর হচ্ছে এক্সটেনশন অফিসার, সহকারী গবেষণা কর্মকর্তা, ফিশারি সুপারভাইজার সহ আরও বিভিন্ন এবং এছাড়াও এখানে ক্যাটাগরি অনুযায়ী এই পদ সংখ্যা থাকবে ভিন্ন ভিন্ন যেমন, ST – ১৬, ST – ৫, OBC (A)- ৮, OBC (B)- ৫।‌

আরও পড়ুন: ভারতীয় রেলে ৪,৬৬০টি শূন্যপদে RPF constable ও RPF SI নিয়োগ। শেষ তারিখ ১৫/০৫/২০২৪

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment