Wednesday, September 18, 2024

সুখবর সরকারি কর্মীদের! DA নয়, পয়লা বৈশাখের আগে সরকারি কর্মীদের বাড়ছে এই ৫ ভাতা

শুধুমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়!! সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে আরও ছয় ধরনের ভাতা। কিন্তু কী কী ভাতা বাড়ানো করা হয়েছে? কী পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং কবে থেকেই সেই সুবিধা পাওয়া যাবে?- এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।

বেশ কয়েক মাস আগেই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নতুন করে ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৪৬ শতাংশ। চার শতাংশ Dear Allowance বৃদ্ধি করায় বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA’র পরিমাণ হয়েছে ৫০ শতাংশ। এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই সকল সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুঠেছিল।

যাইহোক.. তবে বর্তমানে শুধুমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়! DA বাড়ানোর পাশাপাশি কেন সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য আরো ছয় ধরণের ভাতা বাড়ানো হয়। এই ছয়টি ভাতা হলো-

প্রথমত: প্রতিবন্ধী মায়েদের শিশু যত্ন নেওয়ার জন্য বিশেষ ভাতা,  দ্বিতীয়ত: শিশু শিক্ষার ভাতা, তৃতীয়ত: ওভারটাইম ভাতা, চতুর্থত: ঝুঁকি ভাতা, পঞ্চম: নাইট ডিউটি ভাতা এবং সবশেষে সংসদ সহায়কদের জন্য বিশেষ ভাতা।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার জেনে নিন যে ঠিক কোন ধরনের ভাতা ঠিক কত পরিমান বৃদ্ধি করা হয়েছে। প্রথমেই সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী শিশুদের CA’র পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের নাইট ডিউটি ভাতার ঊর্ধ্বসীমা ৪৩,৬০০ টাকা করা হয়েছে। এছাড়াও শিশুদের শিভা ভাতা (সিইএ) এর ক্ষেত্রে বলা হয়েছে যে, দুই সন্তানের জন্য প্রতি মাসে ৬ হাজার ৭৫০ টাকা বিনামূল্যে হোস্টেল ভর্তুকিও দেওয়া হবে।।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo