Saturday, July 27, 2024

শূন্যপদ ৬,৬৫২ টি, প্রকাশিত হলো গ্ৰাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদন পদ্ধতি

রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের জন্য আনন্দের সংবাদ। রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal government) পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat recruitment) বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৬ হাজারের বেশি। শুধু তাই নয় এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। চলুন আর দেরি না করে জেনে নেই বিস্তারিত তথ্য।

পদের নাম এবং শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৬,৫৬২ টি। কোন কোন পদের কর্মী নিয়োগ করা হবে তার নাম নিচে উল্লেখ করা হলো।

গ্ৰাম পঞ্চায়েতে যে সমস্ত পদে কর্মী নিয়োগ হবে: 

1. গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2.  গ্রাম পঞ্চায়েত কর্মী

3. গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক

4. গ্রাম পঞ্চায়েতের সহায়ক

5. গ্রাম পঞ্চায়েতের সচিব

6. পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক

7. পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার

8. পঞ্চায়েত সমিতির ক্লার্ক-কাম-টাইপিস্ট

9. পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর

10. পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির পিয়ন

11. জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক

12. জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার

13. জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর

14. জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক (DIA)

15. জেলা পরিষদের গ্রুপ-ডি

16. জেলা পরিষদের নিম্ন বিভাগ সহকারী

17. জেলা পরিষদের স্টেনোগ্রাফার

18. জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার

19. জেলা পরিষদের কর্ম সহকারী

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: উল্লেখিত গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তাই বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য অফিস বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Gram Panchayat post

 

বয়সসীমা: এখানে চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এছাড়াও ST, SC ১৮ থেকে ৪৫, OBC A,B ১৮ থেকে ৪৩ বছর, EWS এবং UR ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্কে করে নিজেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। জানিয়ে রাখি যে ইতিমধ্যেই গ্ৰাম পঞ্চায়েতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে চাকরি-প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যা কিনা নিজ জেলা অথবা নিজ গ্রামেই কর্মী নিয়োগ হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যের BDO অফিসে কর্মী নিয়োগ, বেতন ১২,০০০ টাকা

আপনার জন্য
WhatsApp Logo