Saturday, July 27, 2024

বড় খবর রাজ্যের সরকারি কর্মীদের, এক ধাক্কায় বেতন বেড়ে গেল এত টাকা! জানুন বিশদে

সরকারি চাকরিপ্রার্থীদের DA বাড়ানো নিয়ে আন্দোলন করাটা মাঝেমধ্যেই চোখে পড়ে। আমাদের রাজ্য দিয়ে বাড়ানো DA মাঝেমধ্যেই আন্দোলন দেখা যায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী আর DA বানানো ঝামেলায় না গিয়ে সরাসরি বেশ কয়েকটা পদের বেতন-ই বাড়িয়ে দিলেন। ইতিমধ্যেই তিনি বেতন বাড়ানোর বিষয়টা পরিষ্কার করতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

তবে এখন আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে ঠিক কোন কোন পদের মাসিক বেতন বাড়ানো হয়েছে আর বাড়ানো হলেও কত টাকায় বা বাড়িতে চলেছে সেই নির্দিষ্ট কয়েকটা পদের। আর যেসব পদের মাসির বেতন বাড়ানো হয়েছে-তারা ঠিক কবে থেকে এই বাড়তি বেতন পাবেন? এইসব প্রশ্নের উওর জানতে এই প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ুন।

সম্প্রতি রাজ্যের মূখ্যমন্ত্রী তিনটে পদের মাসিক বেতন বৃষ্টি করেছেন। তিনটি পদ হলো- প্রথমত আশা কর্মী, দ্বিতীয়ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং তৃতীয়ত আইসিডিএস হেল্পার। আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৭৫০ টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৭৫০ টাকা এবং ICDS Helper-দের বেতন ৫০০ টাকা। যারা এই পদগুলোর মধ্যে যেকোনো একটায় চাকরি করেন, তারা আগামী মাস থেকেই এই অতিরিক্ত বেতন পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo