১০,০০০ টাকা মাসিক বেতন, রাজ্যের DM অফিসে কর্মী খালি! আবেদন পদ্ধতি জেনে নিন

আপনি কি মাধ্যমিক পাশ? তার উপর আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। সম্প্রতি রাজ্যের একটি DM (District Magistrate) অফিসে কর্মী নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাসিক বেতন ১০,০০০ টাকা দেয়া হবে। চলুন জেনে নিই বিস্তারিত।

পদের নাম এবং শূন্যপদ : অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদের নাম Clerical Assistant (CAA)। এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১১ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: DM অফিসের Clerical Assistant (CAA) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ। সেই সাথে প্রার্থীদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে।

বয়সসীমা: চাকরি-প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬৪ বছরের নিচে হলেই তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা এখানে বয়সের ছাড় দেয়া হবে।

নিয়োগ স্থান: District Magistrate & Collector,Paschim Bardhaman জেলায় প্রার্থী নিয়োগ করা হবে।

মাসিক বেতন: চাকরি-প্রার্থীদের মাসিক বেতন এখানে ১০,০০০ টাকা দেয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ১৫/০২/২০২৪ তারিখ, (ইন্টারভিউয়ের দিন) অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় সকাল ১১ টার আগে পৌঁছে যেতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক পাশের এডমিট কার্ড এবং কম্পিউটার শেখার সার্টিফিকেট।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: জিওতে ২৫ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “১০,০০০ টাকা মাসিক বেতন, রাজ্যের DM অফিসে কর্মী খালি! আবেদন পদ্ধতি জেনে নিন”

Leave a Comment