Wednesday, October 9, 2024

মাসিক বেতন ১৬,০০০ টাকা! কম্পিউটার জানলেই পুলিশে চাকরি, দেরি না করে এভাবে করুন আবেদন

আপনার কি কম্পিউটার জানা আছে? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের (WB police) এর তরফ থেকে Data Enter Operator পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মাসিক দেয়া হবে ১৬,০০০ টাকা। তাই আপনি যদি এখানে চাকরি করতে চান শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবে: DATA entry operator এবং software developer পদে নিয়োগ করা হবে কর্মী।

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫ টি। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রী পাস এবং কম্পিউটারের নলেজ। অপরদিকে software developer পদের জন্য প্রার্থীদের B.Tech/ M.Sc in CS/ IT, MCA ডিগ্রি থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: software developer পদের মাসিক বেতন ৩৩,০০ টাকা এবং Data Enter Operator পদের মাসিক বেতন ১৬,০০০ টাকা প্রার্থীদের দেওয়া হবে।

বয়সসীমা: দুটি পদের জন্যই এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩৩ বছর।

নিয়োগ স্থান: কলকাতা।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২২/০১/২০২৪ তারিখের মধ্যে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে হবে।

আবেদন মূল্য: কোন প্রকার কোন দিতে হবে না এখানে।

নির্বাচন প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আপনার জন্য
WhatsApp Logo