Saturday, July 27, 2024

যোগ্যতা মাধ্যমিক পাশ, টাটা স্টিলে ৬০০০ এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

চাকরিপ্রার্থীদের জন্য আনন্দের সংবাদ। দেশের অন্যতম একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান টাটা গ্রুপ ( Tata Group) তাদের টাটা স্টিলের Tata Steel recruitment 2024) জন্য অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি আগ্রহী থাকেন তাহলে চলুন জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবে: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদ সংখ্যা রয়েছে ১০ টি। সেগুলো হচ্ছে Manager, Supervisor, Fitter, Production Manager, Accountant, Helper, Gateman, Were Housekeeper, Belder এবং Machine Operator।

শূন্যপদ: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৬,০০০ এর বেশি। পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন প্রান্তের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা: টাটা স্টিলের উল্লেখিত এসব পদ গুলোর মধ্যে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বহু পদ এমন রয়েছে যেখানে গ্রাজুয়েশন অথবা উচ্চ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

JOB seekers

মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে পে স্কেল অনুযায়ী প্রার্থীদের এখানে ২৪,৫০০ টাকা থেকে ৬৮,৩০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেয়া হবে।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হলেই তারা টাটা স্টিলের উল্লেখিত এসব পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীদের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিয়ে তারপর Apply Now অপশনে ক্লিক করে সরাসরি আবেদন করে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের এখানে ইন্টারভিউ এবং সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চাকরিতে নিযুক্ত করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, নিজের একটি CV, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বয়সের প্রমাণপত্র।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: ২২ হাজার টাকা বেতনে axis Bank কর্মী নিয়োগ। 

আপনার জন্য
WhatsApp Logo