চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। বিশেষ করে যারা defence লাইনে চাকরি করতে চান তাহলে জন্য সুখবর। সম্প্রতি ২২৫০টি শূন্যপদে RPF constable পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে RPF constable এবং RPF SI পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ: এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ২২৫০ টি, যার মধ্যে ২০০০ টি কনস্টেবল এবং ২৫০টি SI পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং SI পদের জন্য স্নাতক পাস হলেই এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন ৩৫,৪৪০ টাকা ( SI) এবং ২৬,০০০ টাকা ( constable) পদের বেতন দেয় হবে।
বয়সসীমা: চাকরিপ্রার্থীরা বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই দুটি পদের জন্য তারা আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে যে RPF constable এবং RPF SI পদের জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে তাই আবেদনের তারিখ প্রকাশিত হলে তা আমাদের পোর্টালে জানিয়ে দেয়া হবে।
আবেদন মূল্য: ST/SC/OBC দের জন্য 250 টাকা এবং বাকিদের জন্য 500 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।