রেশন কার্ড থেকে কাটা পড়েবে বহু মানুষের নাম! ৩১ ডিসেম্বরের মধ্যে সবার জন্য বাধ্যতামূলক এই কাজ

বাড়িতে রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে নিশ্চয়ই সেই কার্ডে বিনামূল্য রেশন পাচ্ছেন। যদি পেয়ে থাকেন, তাহলে এই পযর্ন্ত কোনো অসুবিধা নেই। কিন্তু কেমন হবে যদি হটাৎ করে শোনেন যে সরকার থেকে আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে! নিশ্চয়ই আপনার খারাপ লাগবে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। কারণ এই ডিসেম্বর মাসের মধ্যে যদি রেশন কার্ডের গুরুত্বপূর্ণ কাজটি না করানো হয়, তাহলে রেশন কার্ড বন্ধ হতে বাধ্য।।

আমরা সকলেই জানি যে আমাদের দেশে কম-বেশি রেশন দুর্নীতি হয়। আর সেই রেশন দুর্নীতি বন্ধ করতেই রাজ্য এবং কেন্দ্র সরকার নানা সময়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করে থাকে। আর সরকার যে নির্দেশ সাধারণ মানুষকে দিয়ে থাকে, তা তাদের সুবিধার জন্যেই হয়। কিন্তু অনেকেই আছেন যারা সেই সমস্ত সরকারি নির্দেশ অমান্য করেন। ফলে পরবর্তীতে তাদের সমস্যায় পড়তে হয়।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card

কেন্দ্র সরকার থেকে অনেক আগেই সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন নিজের রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেন। সঙ্গে রেশন জালিয়াতি রুখতে রেশন কার্ডের সঙ্গে নিজের ফিঙ্গারপ্রিন্ট এবং ফোন নম্বর লিঙ্ক করিয়ে নেন। বেশিরভাগ মানুষ সরকারি নির্দেশ মেনে তা করলেও, এখনো দেশের বহু মানুষ রয়েছেন যারা এই গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো করেননি।। ফলে তাদেরই পড়তে হবে সমস্যায়।

সম্প্রতি হিমাচল প্রদেশ এবং বিহার রাজ্য সরকারের তরফে-রাজ্যের জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত মানুষ যেন নিজের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড, নিজের ফিঙ্গারপ্রিন্ট এবং ফোন নম্বর লিঙ্ক করিয়ে নেন। সাধারণ মানুষ যদি সরকারি নির্দেশ না মানেন এবং এই কাজ না করেন, তাহলে আগামী অর্থ বর্ষ থেকেই সেই সমস্ত রেশন কার্ড বাতিল বলে ধরা হবে।। এছাড়াও, যদি নির্দিষ্ট সময়ের মধ্যেও কাজ না করা হয়, তাহলে কিছু টাকা জরিমানা দেওয়ার পরে তাদের কাজ করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment