Saturday, July 27, 2024

বেতন ১৬ হাজার ৫০০ টাকা! নূন্যতম যোগ্যতায় সেন্ট্রাল ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই এবার আপনি সেন্ট্রাল ব্যাংকে চাকরি পেতে পারেন। কেননা বহুদিন পর,শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু কোন পদ আর কত সংখ্যক পদে নিয়োগ হবে? সেই পদের বেতন কত হবে? কত তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে? এই যাবতীয় বিষয় জানলে হলে পড়তে থাকুন।

কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে?

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় যে পদে নিয়োগ হবে, তার জন্য প্রচুর সংখ্যক শূন্যপদ খালি রয়েছে। সেন্ট্রাল ব্যাংকে মোট ৪৮৪টি শূন্যপদ খালি রয়েছে। তাই যারা আবেদন করবেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

▪ আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন পদে নিয়োগ হবে সেটা জানার আগে এই বিষয়গুলো জেনে নিন। আবেদন করার জন্য খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যদি যেকোনো বিদ্যালয় থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন।

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত হলে আবেদন করা যাবে? 

আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং তার সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ বছর। এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও- SC,ST এবং OBC ক্যাটেগরীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়।

▪ মাসিক বেতন কত হবে? 

Central Bank salary chart

সেন্ট্রাল ব্যাংকের গ্রুপ ডি লেভেলের এই পদটির মাসিক বেতন মোটামুটি ভালোই রয়েছে। যারা নির্বাচিত হবেন, তাদের ১৬ হাজার ৫০০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।।

▪ কোন পদে নিয়োগ হবে? 

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় গ্রুপ ডি লেভেলের সাফাই কর্মচারী কাম সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে।।

▪ কিভাবে আবেদন করতে হবে? 

ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে- ‘www.centralbankofindia.co.in‘- ভিজিট করে অনলাইন আবেদন করতে পারেন।। কীকরে আবেদন করতে হবে সেই সম্পর্কে যাবতীয় তথ্য অফিশিয়াল পিডিএফে পেয়ে যাবেন। সেটা দেখে নিজের কম্পিউটার বা নিজের ফোন থেকেও খুব সহজে আবেদন করতে পারেন।

▪ আবেদন কবে শুরু হবে এবং কত তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে? 

আপনি বতর্মান সময় থেকে আগামী জানুয়ারি মাসের ৯ তারিখ পযর্ন্ত আবেদন করতে পারেন। যারা আবেদন করবেন, তাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস করলেই আপনি চাকরি পাবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য
WhatsApp Logo